ঢাকা, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১

যে কারনে জমবে না এবারের পিএসএল

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ১০ ১৪:৪৯:৫০
যে কারনে জমবে না এবারের পিএসএল

সে লক্ষ্যে আগে থেকেই প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দেশ-বিদেশের তারকাদের অংশগ্রহনে দিন দিন জনপ্রিয়তা বাড়লেও আসন্ন টুর্নাম্যান্টটি নিয়ে রয়েছে হতাশা। কারণ এই টুর্নামেন্টটি মিস করতে পারেন অনেক বড় বড় তারকারা। আবার অনেকে পুরো ম্যাচ খেলতে পারবেন না। তাই ভক্তদের মাঝে হতাশা কেমন হবে এবারের পিএসল তারকা ছাড়া?

আসন্ন লিগে যাদের দিকে নজর থাকবে তাদের মধ্যে অন্যতম দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স, আফগানিস্তানের রশিদ খান, অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক শর্ত দিয়ে আসন্ন লিগের চুক্তি করেছেন। অর্থাৎ প্রথম কয়েকটি ম্যাচ খেলারপর তাদের দেখা যাবেনা। তবে না খেলার পেছনে যথেষ্ট কারনও রয়েছে। কারণ একই সময় নিজ নিজ দেশের খেলাও রয়েছে তাদের।-পাকিস্তান টুডে

এ তালিকায় আরো রয়েছেন নিউজিল্যান্ডের সাবেক ক্যাপ্টেন ব্রেন্ডন ম্যাককালাম, অস্ট্রেলিয়ার পেনার ক্রিস লিন ও নিউজিল্যান্ডের ওপেনার কোলিন মুনরো। নিউজিল্যান্ডের ক্রিকেটাররা না খেলার কারণ হলো, একই সময় বাংলাদেমেল বিপক্ষে তাদের সিরিজ রয়েছে। আর অন্য ক্রিকেটাররা বিগ ব্যাস মাতাবেন। যার কারণে সব ম্যাচে পাওয়া যাবেনা তাদের। তারকা ক্রিকেটারদের না থাকায় কার্যত লবন ছাড়া তরকারিতে পরিনত হতে যাচ্ছে আসন্ন পিএসএল।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ