রাতেনির্বাচনে অংশগ্রহণ নিয়ে আজ সারাদিন বিএনপির বৈঠক

বিএনপির সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠকও হয়েছে। উভয় বৈঠক থেকে নির্বাচনে যাওয়ার পক্ষে বিভক্ত মত উঠে আসে।
জানা গেছে, ২০ ডিসেম্বরের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে কিনা। এই বিষয়টি নিয়ে আজ শনিবার (১০ নভেম্বর) সারা দিন ধারাবাহিক বৈঠক করবে অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি। একটি সূত্রে জানা যায়, বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীর সঙ্গে বিএনপির দলীয় রাজনৈতিক কার্যালয় নয়াপল্টন ও গুলশান এ বৈঠক হবে। এর পাশাপাশি ২০ দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে বৈঠকের সময় নির্ধারণ করা হয়েছে বলে ওই সূত্র জানায়।
এ নিয়ে বিএনপির একটি সূত্র জানায়, শনিবার সকাল ১১টা থেকে পর্যায়ক্রমে সময়ে সময়ে দলটির জ্যেষ্ঠ নেতারা অনানুষ্ঠানিক বৈঠক করবেন। ধারণা করা হচ্ছে- আজকের বৈঠকের পর ভোট নিয়ে সিদ্ধান্ত নিবে বিএনপি।
আজ বিকাল ৫টার দিকে গুলশান কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা বৈঠকে বসবেন। এছাড়াও সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ২০ দলীয় জোটের সঙ্গে বৈঠক করবেন বিএনপির নেতারা।
এ দুটি বৈঠকের তথ্য নিশ্চিত করে গণমাধ্যকে জানিয়েছেন, বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান।
তিনি আরও জানান, রাত ৮টায় জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গেও বিএনপির নেতাদের একটি বৈঠকের কথা রয়েছে। কিন্তু, তিনি এ বৈঠকের বিষয়ে নিশ্চিত করতে পারেননি।
গুঞ্জন শোনা যাচ্ছে, গত বৃহস্পতিবার বিএনপির জ্যেষ্ঠ নেতারা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যাওয়ার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন। আর এ বিষয়ে দু-এক দিনের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে দলটির পক্ষ থেকে।
উল্লেখ্য, ঘোষিত এই তফসিল অনুযায়ী ২৩ ডিসেম্বর হবে ভোট গ্রহণ, মনোনয়নপত্র জমার শেষ সময় ১৯ নভেম্বর পর্যন্ত, মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ২২ নভেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৯ নভেম্বর এবং ৫ ডিসেম্বর প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
রাজনীতি - এর সব খবর
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বিসিবির নতুন কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ ৫ জন
- প্যারোলে মুক্তি পেল আওয়ামী লীগ নেতা
- নির্বাচনী আসন ভাগাভাগি করলো এনসিপির প্রার্থীরা
- মেহেদী হাসান মিরাজের নতুন নাম দিল আইসিসি
- সুখবর: দীর্ঘ অপেক্ষার পর আরব আমিরাতের ভিসা চালু
- নতুন ওয়ানডে অধিনায়ক হওয়ার দৌড়ে ৩ ক্রিকেটার
- বিনিয়োগকারীদের মাঝে আতঙ্ক, জরুরি পদক্ষেপ নিলেন ডিএসই চেয়ারম্যান
- শেয়ারহোল্ডারদের জন্য নগদ লভ্যাংশ ঘোষণা
- শান্ত বাদ, তবে নতুন অধিনায়ক মিরাজ নয়
- শেখ হাসিনা ও মার্কিন গোয়েন্দা প্রধানের তুলসীর বৈঠক নিয়ে যা জানা গেল
- আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা সরাসরি জানালেন প্রধান উপদেষ্টা
- দুই আসন থেকে নির্বাচন করবেন নাহিদ ইসলাম
- স্বাস্থ্য খাতে বড় সংস্কার: ২৬ মেডিকেল কলেজ বন্ধের সিদ্ধান্ত
- আজকের সৌদি রিয়াল রেট বিনিময় হার
- আজ বাড়লো সৌদি রিয়াল রেট বিনিময় হার