ঢাকা, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১

আগামীকাল যে একাদশ নিয়ে মাঠে নামবে বাংলাদেশ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ১০ ১৩:৫৮:৪৪
আগামীকাল যে একাদশ নিয়ে মাঠে নামবে বাংলাদেশ

ঢাকা টেস্টে তাই সেই সিদ্ধান্ত থেকে সরে আসার জোর সম্ভাবনা রয়েছে বাংলাদেশের। যদিও উইকেটের অবস্থা বিবেচনা করেই সাজানো হবে দল। তবে এই ম্যাচে সুযোগ দেয়া হতে পারে ২৬ বছর বয়সী ডান হাতি পেসার খালেদ আহমেদকে।

এখন পর্যন্ত প্রথম শ্রেণীর ক্রিকেটে ২০টি ম্যাচে ৪৮টি উইকেট শিকার করা এই বোলার লিস্ট ‘এ’ ক্রিকেটেও ঝলক দেখিয়েছেন। ২২টি লিস্ট ‘এ’ ম্যাচে ৩৪টি উইকেটও শিকার করেছেন তিনি।

তবে প্রথম ম্যাচে ব্যাট হাতে দুই ইনিংসেই নিস্প্রভ থাকা নাজমুল হোসেন শান্তর পরিবর্তে দলে আসতে পারেন উইকেটরক্ষক ব্যাটসম্যান মিথুন কুমার দাস। অপরদিকে সিলেট টেস্টে দারুণ একটি জয়ের পর মিরপুরে অপরিবর্তিত একাদশ নিয়েই নামার সম্ভাবনা আছে সফরকারী জিম্বাবুয়ের।

বাংলাদেশ একাদশ- মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), মুশফিকুর রহিম, ইমরুল কায়েস, লিটন দাস, মমিনুল হক, মোহাম্মদ মিঠুন, নাজমুল আরিফুল হক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, খালেদ আহমেদ।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ