ঢাকা, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

‘দেশকে ভোটার শূন্য করে নির্বাচন করতে চায় আ.লীগ’

রাজনীতি ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ১০ ১৩:৩২:৩৫
‘দেশকে ভোটার শূন্য করে নির্বাচন করতে চায় আ.লীগ’

একতরফা নির্বাচনের উদ্দেশে তড়িঘড়ি করে তফসিল ঘোষণা করা হয়েছে বলেও অভিযোগ তার।

শনিবার (১০ নভেম্বর) সকালে রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন রিজভী।

রুহুল কবির রিজভী বলেন, ‘সরকারের সর্বোচ্চ ব্যক্তি কিভাবে একের পর এক প্রতিশ্রুতি ভঙ্গ করে। প্রধানমন্ত্রী বলেছিলেন নতুন মামলা দেওয়া হবে না।, গ্রেফতার করা হবে না। যেদিন বলেছেন ঠিক সেদিন রাত থেকেই আরো বেশি মামলা ও গ্রেফতার শুরু হয়েছে।’

এ বিষয়ে রিজভী বলেন, ‘গত ৫ নভেম্বর থেকে ২০১৮ থেকে এ পর্যন্ত আড়াই হাজার জনের অধিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।’

রিজভী আরো বলেন, ‘বাংলাদেশকে ভোটার শূন্য করে নির্বাচন করতে চায় আওয়ামী লীগ।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে