ঢাকা, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১

আইসিসি টি-২০ তে র‍্যাটিং এ উন্নতি বাংলাদেশের দেখে নিন নতুন র‍্যাটিং

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ০৯ ২৩:০৬:১৮
আইসিসি টি-২০ তে র‍্যাটিং এ উন্নতি বাংলাদেশের দেখে নিন নতুন র‍্যাটিং

দু’দলের মধ্যকার তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচ শেষে হালনাগাদকৃত টি-টোয়েন্টি র‍্যাঙ্কিং প্রকাশ করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। যেখানে টাইগারদের উন্নতির বিপরীতে র‍্যাঙ্কিংয়ের নিচের সারির দলের কাছে হারার ফলে রেটিংয়ের অবনতি হয়েছে স্বাগতিকদের।

আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে ছোট্ট সংস্করণ ২০ ওভারের লড়াইয়ের সদ্য প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশের নামের পাশে যুক্ত হয়েছে ৭ পয়েন্ট। এর ফলে তাদের রেটিং বেড়ে দাঁড়িয়েছে ৭৭ পয়েন্টে।পক্ষান্তরে সিরিজের প্রথম জেতার পর টানা দুই ম্যাচ হেরে নিচের সারির দলের কাছে সিরিজ খোয়ানোর জন্য ৮ রেটিং পয়েন্ট হারিয়েছে স্বাগতিকরা। এর ফলে উইন্ডিজের রেটিং কমে এসেছে ১০৬ পয়েন্টে।

রেটিং হারালেও র‍্যাঙ্কিংয়ে সিরিজ শুরুর আগের অবস্থানেই রয়েছে স্বাগতিকরা। অর্থাৎ, র‍্যাঙ্কিংয়ের সপ্তমস্থান এখনো অবধি নিজেদের দখলে রেখেছে কার্লোস ব্র্যাথওয়েট ও তার সহযোদ্ধারা। অন্যদিকে, একই চিত্র বাংলাদেশের জন্যও। রেটিং পয়েন্ট বাড়লেও র‍্যাঙ্কিংয়ে নিজেদের অবস্থান অপরিবর্তিত রয়েছে টাইগারদের।

তবে এ জয়ের ফলে বাংলাদেশের এক ধাপ উপরের (নবম) অবস্থানে থাকা শ্রীলঙ্কা ক্রিকেট দলের সাথে রেটিং ব্যবধান কমে এসেছে ৮ পয়েন্টে।

উল্লেখ্য, হালনাগাদকৃত টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে যথারীতি শীর্ষস্থান ধরে রেখেছে পাকিস্তান। তাদের ১৩২ রেটিংয়ের বিপরীতে ১২৪ রেটিং নিয়ে তালিকার দুইয়ে অবস্থান ভারতের। ১২২ পয়েন্ট নিয়ে তিন অস্ট্রেলিয়ার আর নিউজিল্যান্ডের চেয়ে এক পয়েন্টে এগিয়ে থেকে তালিকার চারে রয়েছে ইংল্যান্ড। র‍্যাঙ্কিংয়ের যষ্ঠ, সপ্তম, অষ্টম ও নমবস্থানে যথারীতি অবস্থান দক্ষিণ আফ্রিকা, উইন্ডিজ, আফগানিস্তান ও শ্রীলঙ্কার।আর ৭৭ রেটিং নিয়ে এরপরই তালিকার দশম অবস্থানে নিজেদের অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ