ঢাকা, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১

ভারতের জাতীয় দল থেকে বাদ পরে যে দলের হয়ে খেলার সিদ্ধান্ত নিলেন ধোনি

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ০৯ ২১:৫২:০৩
ভারতের জাতীয় দল থেকে বাদ পরে যে দলের হয়ে খেলার সিদ্ধান্ত নিলেন ধোনি

ভারতীয় বোর্ডের এক কর্মকর্তা জানান, ‘আমরা সবাই জানি যে, ধোনি ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত খেলবে। কিন্তু এর মধ্যে পান্টকে গ্রুমিং করাটা দোষের কিছু নয়। কারণ ৬ ও ৭ নম্বরে ব্যাট করতে নেমে ম্যাচ শেষ করার ক্ষমতা রয়েছে পান্টের মধ্যে।

সর্বশেষ এশিয়া কাপেও হাসেনি ধোনির ব্যাট। ব্যর্থ ছিলেন ইংল্যান্ড সফরেও। তাই এখনই ধোনির ব্যাকআপ হিসেবে রিশাবকে তৈরি করার পরিকল্পনা ভারতের।

এদিকে ধোনি যদি দলে জায়গা না পান তাহলে খেলবেন কোথায়? সেই সিদ্ধান্তও চূড়ান্ত। জানা যাচ্ছে ঘরোয়া ক্রিকেটে রাজ্য দল ঝাড়খণ্ডের হয়ে বিজয় হাজারে ট্রফিতে খেলবেন তিনি। নক আউট পর্যায় থেকেই দেখা যাবে তারকা ক্রিকেটারকে।

এশিয়া কাপ থেকে ফিরেই তিনি ঝাড়খণ্ড দলের সঙ্গে অনুশীলন করছেন মাহি। তবে গ্রুপ পর্বে খেলেননি তিনি। সম্প্রতি ব্যাট হাতে প্রত্যাশিত ঝলক দেখাতে পারেননি মহাতারকা। উইকেটের পিছনে ক্ষিপ্রতা এখনও অটুট থাকলেও ধোনির ব্যাটিং নিয়ে বেশ সমালোচিত। তাই আপাতত ঘরোয়া ক্রিকেটে খেলেই নিজের ব্যাটিংয়ে ধার দিতে চাইছেন তিনি।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ