ঢাকা, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১

বাংলাদেশকে ডিরেক্ট হুমকি দিয়ে যা বললেন পিটার মুর

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ০৯ ২১:২৮:৫৯
বাংলাদেশকে ডিরেক্ট হুমকি দিয়ে যা বললেন পিটার মুর

আর সিলেট টেস্টে জয়ের পর এবার সিরিজ জয়েই চোখ রাখছেন জিম্বাবুয়ে দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান পিটার মুর। সিলেট টেস্টের প্রথম ইনিংসে গুরুত্বপূর্ণ ফিফটি হাঁকানো পিটার মুর এক টেস্ট জয়ে তৃপ্ত থাকতে চাচ্ছেন না।

তিনি বলেন, ‘হ্যাঁ, স্মরণীয় জয় বলতে পারেন। এটা আমার প্রথম টেস্ট জয়, আমাদের দলের আরও সাত জনের প্রথম টেস্ট জয়। সবার জন্যই জয়টি বিশেষ কিছু। কিন্তু ঘরের বাইরে টেস্ট সিরিজ জয় করা এর চেয়েও বড় মুহূর্তের জন্ম দিবে।’

তবে মিরপুরের অনিশ্চয়তায় ভরা উইকেট আর জয়ের জন্য ক্ষুধার্ত বাংলাদেশের বিপক্ষে কাজটা সহজ হবে না। কিন্তু জিম্বাবুয়ে দলের সদস্যরা কঠিন লড়াইয়ের জন্য মানসিকভাবে প্রস্তুত এমনটিই জানিয়েছেন তিনি।

তিনি বলেন, ‘দল এখন ভাল অবস্থায় আছে। আমরা জানি সামনের ম্যাচটি খুবই কঠিন হবে। উইকেটও ভিন্ন থাকবে এবং অনেকটাই অনিশ্চয়তায় ভরা থাকবে। বাংলাদেশও জয়ের জন্য উদগ্রীব থাকবে। তাদের অনেক কিছু হারানোর আছে এই ম্যাচে। আমি মনে করি ম্যাচটা কঠিন হবে। তবে আমাদের দলের সবাই প্রস্তুত আছে।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ