ঢাকা, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১

টি-২০ বিশ্বকাপে আগামীকাল মাঠে নামছে বাংলাদেশ দেখ নিন চূড়ান্ত একাদশ ও ম্যাচের সময়

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ০৯ ১৯:৪৩:১৩
টি-২০ বিশ্বকাপে আগামীকাল মাঠে নামছে বাংলাদেশ দেখ নিন চূড়ান্ত একাদশ ও ম্যাচের সময়

তবে বিশ্বকাপে টাইগ্রেসদের পারফর্মেন্স আশানুরূপ না হলেও বিগত ১২ মাসে তাঁদের পারফর্মেন্স এবারের বিশ্বকাপে তাঁদেরকে বাড়তি অনুপ্রেরণা দিচ্ছে। চলতি বছর তো বাংলাদেশ ৬০ শতাংশ ম্যাচ জিতেছে। তাই সাম্প্রতিক সময়ে তাঁদের পারফর্মেন্স বিশ্বকাপের আগে বাড়তি আত্মবিশ্বাস হিসেবে কাজ করবে।

এছাড়া ওয়ানডে ফরম্যাটেও দারুণ ফর্মে আছে নারীরা। চলতি বছর এশিয়া কাপে ভারতকে দুই বার হারানোর পাশাপাশি শিরোপা ঘরে তুলেছে তাঁরা। বিশ্বকাপ বাছাইপর্বে নজরকাড়া পারফর্মেন্স এবং পাকিস্তানকে ওয়ানডে ম্যাচে মাত্র ৯৪ রানে গুটিয়ে দেয়া সবই বাংলাদেশের শক্তিমাত্তার প্রমাণ দিচ্ছে।

শক্তিঃ বাংলাদেশ দলের লেগ স্পিন জুটি রুমানা আহমেদ এবং ফাহিমা খাতুন বল হাতে দারুণ ফর্মে আছেন। সেই সঙ্গে বিশ্বকাপ বাছাইপর্বে এই জুটির হাত ধরে ১৯ উইকেট নিয়েছে বাংলাদেশ দল। যেখানে পাঁচ ম্যাচে মাত্র পাঁচ গড়ে প্রতিটি উইকেট শিকার করেছেন তাঁরা। আর এশিয়া কাপে বড় প্রতিপক্ষের বিপক্ষে এই জুটি নিয়েছে মোট ১২ উইকেট, যার ১০টি একাই নিয়েছেন রুমানা। তাই এই লেগ স্পিন জুটি প্রতিপক্ষের জন্য বড় হুমকি হতে পারে।

দুর্বলতাঃ

বিশ্বকাপে বাংলাদেশের জন্য বড় সমস্যা হতে পারে টাইগ্রেসদের ব্যাটিং। কারণ ব্যাটিংয়ে ধারবাহিকভাবে পারফর্ম করতে বেশ কয়েকবার ব্যর্থ হয়েছেন তাঁরা। একই হাল ছিল বিশ্বকাপ বাছাইপর্বেও। আর পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে মাত্র ৩০ এবং ৭৭ রানে গুটিয়ে যাওয়ার লজ্জাজনক রেকর্ড রয়েছে তাঁদের। টি-টুয়েন্টি ফরম্যাটে শ্রীলংকার বিপক্ষে ৬৩ এবং দক্ষিণ আফ্রিকার সাথে ওয়ানডেতে ৮৯, ৭১ এবং ৭৬ রানে গুটিয়ে যাওয়ার বাজে রেকর্ড রয়েছে টাইগ্রেসদের।

তবে বাজে পারফর্মেন্সের মাঝেও এশিয়া কাপে ভারতের বিপক্ষে ১৪২ রানের লক্ষ্য তাড়া করে শিরোপা জিতেছিল বাংলাদেশ। আর আইরিশদের বিপক্ষে টি-টুয়েন্টি ফরম্যাটে নিজেদের সর্বোচ্চ স্কোর গড়ার রেকর্ড রয়েছে তাঁদের গেল জুলাইয়ে ১৫১/৪। যদিও সেই ম্যাচে হারতে হয়েছিল বাংলাদেশকে। তাই ব্যাটিং নিয়ে বাড়তি কাজ করতে হবে বিশ্বকাপে ভালো কিছু পেতে হলে।

সম্প্রতি পারফর্মেন্সঃ

নিজেদের শেষ দশ ম্যাচের মধ্যে ছয়টিতে জিতেছে রুমানা-সালমারা। এবছর মোট ২০টি টি-টুয়েন্টি ম্যাচর মধ্যে ১২টিতে জয়ের মুখ দেখেছে টাইগ্রেসরা। আর ২০১৬ সালের টি-টুয়েন্টি বিশ্বকাপের পর থেকে এখন পর্যন্ত এই ফরম্যাটে মোট ৫০ শতাংশ ম্যাচ জিতেছে বাংলাদেশ।

নারীদের বিশ্বকাপ সূচিঃ

১০ নভেম্বরঃ বাংলাদেশ বনাম উইডিজ, গায়ানা- ভোর ৬টা ১২ নভেম্বরঃ বাংলাদেশ বনাম ইংল্যান্ড, সেন্ট লুসিয়া- রাত ২টা ১৪ নভেম্বরঃ বাংলাদেশ বনাম শ্রীলংকা, সেন্ট লুসিয়া- রাত ২টা ১৯ নভেম্বরঃ বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা, সেন্ট লুসিয়া- ভোর ৬টা

নারীদের বিশ্বকাপ স্কোয়াডঃ সালমা খাতুন (অধিনায়ক), রুমানা আহমেদ, জাহানারা আলম, ফারজানা হক, খাদিজা তুল কুবরা, ফাহিমা খাতুন, আয়েশা রহমান, শামীমা সুলতানা, নাহিদা আকতার, পান্না ঘোষ, রিতু মনি, সানজিদা ইসলাম, নিগার সুলতানা, লতা মন্ডল, মোসাম্মত শারমিন আকতার সুপ্তা।

স্ট্যান্ডবাই: শামীমা সুলতানা, সুরাইয়া আজমিন, শায়লা শারমিন, সুলতানা খাতুন।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ