ঢাকা, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১

টানা ৭ ওয়ানডে হারের পর কষ্টের জয় পেল অস্ট্রোলিয়া

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ০৯ ১৮:৩৩:৩১
টানা ৭ ওয়ানডে হারের পর কষ্টের জয় পেল অস্ট্রোলিয়া

ওয়ানডেতে টানা সাত ম্যাচ হারের পর অবশেষে জয়ের মুখ দেখল অস্ট্রেলিয়া। এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতায় ফিরেছে অ্যারন ফিঞ্চের দল।

কাগিসো রাবাদা (৪/৫৪) আর ডোয়াইন প্রিটোরিয়াসের (৩/৩২) দারুণ বোলিংয়ে টস অস্ট্রেলিয়াকে ২৩১ রানেই গুটিয়ে দিয়েছিল দক্ষিণ আফ্রিকা। স্বাগতিক দলের কেউ হাফসেঞ্চুরিও করতে পারেননি। অ্যালেক্স কারে ৪৭, ক্রিস লিন ৪৪ আর ওপেনার অ্যারন ফিঞ্চ করেন ৪১ রান।

তখন মনে হচ্ছিল, ওয়ানডে ফরমেটে আরেকটি হারের মুখে দাঁড়িয়ে অজিরা। তবে বল হাতে দারুণভাবেই লড়াইয়ে ফিরেছে তারা। ৬৮ রানে ৪ উইকেট হারানো প্রোটিয়াদের জয়ের স্বপ্ন দেখাচ্ছিলেন ফাফ ডু প্লেসিস আর ডেভিড মিলার। পঞ্চম উইকেটে ৭৪ রানের জুটি গড়েন তারা।

৪৭ রান করা ডু প্লেসিসকে বোল্ড করে অস্ট্রেলিয়াকে লড়াইয়ে ফেরান প্যাট কামিন্স। ৫১ রান করে আরেক সেট ব্যাটসম্যান ডেভিড মিলার যখন স্টয়নিসের বলে এলবিডব্লিউ হন, ১৮৭ রানে ৮ উইকেট হারিয়ে তখন ম্যাচের আশা বলতে গেলে শেষ দক্ষিণ আফ্রিকার। শেষদিকে লুঙ্গি এনগিদির ২০ বলে ১৯ আর ইমরান তাহিরের ১১ বলে ১১ রানে প্রতিদ্বন্দ্বিতা হলেও জয়টা আর ছোঁয়া হয়নি প্রোটিয়াদের।

অস্ট্রেলিয়ার পক্ষে ৩টি উইকেট নেন মার্কাস স্টয়নিস। ২টি করে উইকেট শিকার মিচেল স্টার্ক আর জস হ্যাজলউডের।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ