ঢাকা, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

রাজশাহীতে সমাবেশে যা বললেন মান্না

রাজনীতি ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ০৯ ১৬:৫১:১৪
রাজশাহীতে সমাবেশে যা বললেন মান্না

রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে শুক্রবার জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশে তিনি এসব কথা বলেন।

মান্না বলেন, প্রধান নির্বাচন কমিশনার মনে করেছেন আমরা এই নির্বাচনে অংশ নিবো না- বিগত সময়ের মতই নির্বাচন করার জন্য এই তফসিল ঘোষণা করেছেন।

তিনি বলেন, আমরা এটা হতে দেবো না। যতই জুলুম নির্যাতন হোক আমাদের বিজয় হবেই।

মান্না বলেন, আমরা সংঘাতমূলক কোনো কর্মসূচি দেবো না- প্রয়োজনে আরো আন্দোলন করা হবে। সেই আন্দোলনে অবশ্যই বিজয় হবে।

শুক্রবার দুপুর আড়াইটায় পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে এ সমাবেশ শুরু হয়। সমাবেশ উপস্থিত আছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জোটের শীর্ষ নেতারা।

তবে শারীরিক অসুস্থতার কারণে ঐক্যফ্রন্টের সমাবেশে যোগ দেননি ফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।

ঐক্যফ্রন্টের রাজশাহী বিভাগের সমন্বয়ক বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রেখেছেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলুসহ স্থানীয় নেতারা।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে