‘সহিংসতার পুনরাবৃত্তি’ ঠেকাতে তৎপর আইন-শৃঙ্খলা বাহিনী
তবে জনগণকে আশ্বস্ত করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশ আর কখনও ২০১৪ সালে ফেরত যাবে না। নির্বাচন সামনে রেখে সব ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে প্রস্তুত রয়েছেন তারা।
নির্বাচন নিয়ে কেউ যদি কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতে চায়, তবে সেটি কঠোরভাবে দমন করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। সেই লক্ষ্যে বন্দরনগরী চট্টগ্রামসহ সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের অংশ হিসেবে বিভিন্ন পয়েন্টে র্যাব ও পুলিশের তল্লাশি ও টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিভিন্ন স্থানে স্থাপন করা হয়েছে নিরাপত্তা চৌকি।
এছাড়া পোশাকে ও সাদা পোশাকে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরাও নিরাপত্তা নিশ্চিতে মাঠে কাজ করছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অপারেশন) আমেনা বেগম জাগো নিউজকে বলেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিস্তারিত কর্মপরিকল্পনা প্রণয়ন করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গতকাল থেকে সেই পরিকল্পনা বাস্তবায়ন শুরু হয়েছে।’
‘নির্বাচন যত ঘনিয়ে আসবে, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম তত বাড়তে থাকবে। কোনোভাবেই ২০১৪ সালের পুনরাবৃত্তি হতে দেয়া হবে না।’
তিনি আরও বলেন, ‘বিশ্বের কাছে আমরা আর পেট্রোল বোমার দেশ হিসেবে চিহ্নিত হতে চাই না। ২০১৪ সালে বাবার সামনে পেট্রোল বোমার আগুনে পুড়ে মারা গিয়েছিল ছেলে। এই দৃশ্য আর ফিরে আসতে দেয়া হবে না। আমরা বিশ্বাস করি, যারা পেট্রোল বোমা মারে, তারাও এই দৃশ্য পছন্দ করে না। তাই এ ধরনের কোনো পরিস্থিতি তৈরির চেষ্টা করা হলে তাদের সঙ্গে সঙ্গে সমুচিত জবাব দেয়া হবে।’
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা জানান, সংসদ নির্বাচন পরিচালনায় প্রায় সাত লাখ কর্মকর্তা নিয়োজিত থাকবেন। প্রত্যেক নির্বাচনী এলাকায় নির্বাহী ও বিচারিক ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয়া হবে। সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় ছয় লক্ষাধিক সদস্য মোতায়েন করা হবে। এর মধ্যে পুলিশ, বিজিবি, র্যাব, কোস্টগার্ড, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা থাকবেন।
সূত্র জানায়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা এবং সরকার ও ঐক্যফ্রন্টের মধ্যে আলোচনায় প্রত্যাশিত ফল না আসায় হরতাল-অবরোধ এবং গাড়ি ভাঙচুরসহ নাশকতার আশঙ্কা করছে আইন-শৃঙ্খলা বাহিনী। বিনা উস্কানিতে আইন-শৃঙ্খলা বাহিনীর ওপর হামলার আশঙ্কার কথাও উঠে এসেছে পুলিশের অভ্যন্তরীণ এক প্রতিবেদনে।
তাই চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের এক নির্দেশনায় বলা হয়েছে, নির্বাচন ঠেকাতে হরতালের মতো কর্মসূচি আসতে পারে। হরতালের সমর্থকগণ বিভিন্ন স্থানে গাড়ি ভাঙচুর করতে পারেন। ককটেল-বোমা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করতে পারেন। কোনো এলাকায় পিকেটিং-ভাঙচুর, জানমালের ক্ষতিসাধন, মিছিল-সমাবেশ অথবা অনভিপ্রেত কোনো ঘটনা ঘটলে তার জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা দায়ী থাকবেন এবং তার বিরুদ্ধে বিধি মোতাবেক কঠোর ব্যবস্থা নেয়া হবে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, যেকোনো পরিস্থিতিতে সংবাদকর্মী, বিভিন্ন রাজনৈতিক দলের প্রথম সারির নেতা ও নারীকর্মী এবং কোনো ব্যক্তিকে অযথা হয়রানি না করাসহ কঠোর ধৈর্য নিয়ে দায়িত্ব পালন করতে হবে। হরতাল চলাকালে কোনোভাবেই মিছিল-সমাবেশ হতে দেয়া যাবে না।
নির্বাচন ঠেকাতে প্রস্তুতির খবরে নড়েচড়ে বসেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাই আসন্ন নির্বাচনের আগে ও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ধারাবাহিক পরিকল্পনা নিয়ে এগুচ্ছে পুলিশ ও র্যাব।
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, নির্বাচনের আগে জ্বালাও-পোড়াও আর ভাঙচুর রুখতে ধারাবাহিক নিয়মতান্ত্রিক কার্যক্রমের পাশাপাশি গ্রেফতারও অব্যাহত থাকবে। ফলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত শক্তি প্রদর্শন নির্বাচনের আগে বিএনপি ও জামায়াতের মাঠে নাশকতামূলক কাজে নামার চেষ্টা ব্যর্থ করে দেবে বলে আশা করছেন তারা। যা অব্যাহত থাকবে নির্বাচনের পরও। তবে এই শক্তি প্রদর্শন চেষ্টাকে নাশকতা ঠেকানোর চেষ্টা বলছেন তারা।
চট্টগ্রাম জোনের অধিনায়ক লে. কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ জাগো নিউজকে বলেন, ‘নির্বাচনকে কেন্দ্র করে যাতে কোনো সন্ত্রাসীগোষ্ঠী অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে তাই আমরা টহল জোরদার করেছি। সড়ক-মহাসড়কে নাশকতা ঠেকানোকে আমরা বেশি প্রাধান্য দিচ্ছি। চট্টগ্রাম, কক্সবাজার, ফেনীসহ জেলা শহরের সব গুরুত্বপূর্ণ সড়ক ও পয়েন্টে টহল বাড়ানো হয়েছে। যেকোনো ধরনের নাশকতা প্রতিহত করা হবে।’
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সূত্র জানায়, আসন্ন নির্বাচনকেন্দ্রিক নাশকতা ঠেকানোর জন্য চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) চট্টগ্রাম নগরকে ছয়টি আলাদা সেক্টরে ভাগ করেছে। এর মধ্যে চারটি সেক্টরে দায়িত্ব পালন করবে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অপরাধ বিভাগের চার জোন। বাকি দুই সেক্টরের দায়িত্ব দেয়া হয়েছে নগর গোয়েন্দা পুলিশকে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এসব টিম মাঠে থাকবে।
প্রতিটি সেক্টরের মূল দায়িত্বে থাকবেন সংশ্লিষ্ট জোনের উপ-কমিশনার। অতিরিক্ত উপ-কমিশনার থাকবেন তার সঙ্গে। এছাড়া প্রত্যেক জোনে একটি করে সাজোয়া যান, স্ট্যান্ডবাই একটি করে মোবাইল টিম, দুটি করে স্ট্রাইকিং টিম এবং রাতের ডিউটির জন্য চারটি করে নাইট রাউন্ড টিম গঠন করা হয়েছে।
এর মধ্যে নগরের কোতোয়ালি থানায় নাশকতা ঠেকাতে কাজ করছে সাতটি পিকেট ও চারটি মোবাইল টিম, বাকলিয়া থানায় দুটি পিকেট ও চারটি মোবাইল টিম, চকবাজার থানায় একটি পিকেট ও চারটি মোবাইল টিম, সদরঘাট থানায় একটি পিকেট ও তিনটি মোবাইল টিম, চান্দগাঁও থানায় তিনটি পিকেট ও চারটি মোবাইল টিম, পাঁচলাইশ থানায় চারটি পিকেট ও চারটি মোবাইল টিম, খুলশী থানায় চারটি মোবাইল ও চারটি পিকেট টিম এবং বায়েজিদ বোস্তামি থানায় একটি পিকেট ও চারটি মোবাইল টিম।
এছাড়া বন্দরনগরীতে ২০টি স্পর্শকাতর পয়েন্ট চিহ্নিত করা হয়েছে, যেখানে সার্বক্ষণিক পুলিশ মোতায়েন থাকবে। পয়েন্টগুলো হচ্ছে- চট্টগ্রাম বন্দর, চট্টগ্রাম স্টেশন (নতুন ও পুরাতন), সিজিএস-পাহাড়তলী মেইন গেট, চট্টগ্রাম পোর্ট ইয়ার্ড-হালিশহর, পাহাড়তলী রেলস্টেশন, ঝাউতলা রেলস্টেশন, ষোলশহর রেলস্টেশন, ইস্পাহানী মোড় রেলক্রসিং, আমিন টেক্সটাইল মিল, সিআরবি এলাকা, টেলিকম এক্সচেঞ্জ-সিআরবি, টেলিকম কক্ষ-সিআরবি, সেন্ট্রাল কন্ট্রোলরুম-সিআরবি, পাহাড়তলী লোকোসেড, পাহাড়তলী রেল কন্ট্রোলার অফিস, পাহাড়তলী কেবিন, পাহাড়তলী পাওয়ার স্টেশন, পাহাড়তলী ওয়ার্কশপ হাউজ ও পাহাড়তলী লোকো ওয়ার্কশপ গেট।
এদিকে নগরের পাশাপাশি উপজেলাগুলোতেও একই ধরনের প্রস্তুতির কথা জানিয়েছে জেলা পুলিশ। সীতাকুণ্ড ও হাটহাজারী, সাতকানিয়া-লোহাগাড়া, বাঁশখালীর মতো সম্ভাব্য নাশকতার পয়েন্টগুলোতে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। জেলার ১৬টি থানা ও মহাসড়কে মোতায়েন করা হয়েছে দুই হাজার পুলিশ সদস্য।
চট্টগ্রামের পুলিশ সুপার নুরে আলম মিনা জাগো নিউজকে বলেন, ‘কোনো ধরনের নাশকতা কেউ যদি করতে চায় তা ঠেকানোর জন্য জেলা পুলিশ প্রস্তুত। জেলা পুলিশের আড়াই হাজার সদস্য মাঠে রয়েছে। যেকোনো ধরনের নাশকতার উচিত জবাব দেয়ার সক্ষমতা আমাদের রয়েছে।’
জেলা পুলিশের পাশাপাশি আরআরএফ, এপিবিএন, ইন্ডাস্ট্রিয়াল পুলিশকে প্রস্তুত রাখা হয়েছে। যেকোনো প্রয়োজনে তারা মাঠে নামবে। এছাড়া জেলা প্রশাসনের মাধ্যমে বিজিবি পাওয়ারও সুযোগ রয়েছে।’
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ব্রেকিং নিউজ: বাংলাদেশে নেমে এলো শোকের কালো ছায়া, ৪৯৭ জন নি*হ*ত, আ*হ*ত ৭৪৭
- বাড়লো সৌদি রিয়াল রেট, দেখেনিন আজকের রেট কত
- আজ ১৮/১২/২০২৪ তারিখ, দেখেনিন আজকের ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনা ও রুপার দাম
- ৪৩ বলে ৮৩ রান: ২০০ স্ট্রাইক রেটে ব্যাটিং ঝড় তুলে দলকে জিতে মাঠ ছাড়লেন সাব্বির
- ব্রেকিং নিউজ: রণ*ক্ষেত্রে পরিনত : ভয়া*বহ সং*ঘর্ষ, আ*হ*ত ৪০,সেনাবাহিনীর...
- ঢাকার অবস্থা ভ*য়া*ব*হ খারাপ
- অবশেষে দুই দিন পর বাড়লো সৌদি রিয়াল রেট, দেখেনিন আজকের রেট কত
- সৌদি রিয়াল রেটের বিশাল লাফ, দেখেনিন আজকের রেট কত
- এইমাত্র পাওয়া: খুলে গেল চোখ মুস্তাফিজকে দলে নেওয়ার জন্য চিঠি পাঠিয়েছে চেন্নাই সুপার কিংস
- ব্রেকিং নিউজ: নি*হত ৮৫৮ জন, আ*হত ১১ হাজার ৫৫১ জন
- ব্রেকিং নিউজ: হেলিকপ্টার দু*র্ঘ*ট*না*য় ভারতের সেনা প্রধান নি*হ*ত
- সৌদি রিয়াল রেটের বিশাল লাফ, দেখেনিন আজকের রেট কত
- বোর্ড মিটিং শেষ, চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশের ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা
- ব্রেকিং নিউজ: ব্যাপক উ*ত্তেজ*না, শত শত সে*নাসহ জে*নারেল আ*টক
- ওয়েস্ট ইন্ডিজকে ৩-০তে উড়িয়ে দিয়ে আইসিসি রেটিংয়ে বড় লাফ বাংলাদেশের, দেখেনিন সর্বশেষ তালিকা