ঢাকা, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১

অবশেষে নিজের সেই মন্তব্য নিয়ে নিজেই মুখ খুললেন কোহলি

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ০৯ ১৬:০৪:০৪
অবশেষে নিজের সেই মন্তব্য নিয়ে নিজেই মুখ খুললেন কোহলি

সেই ভিডিওতে এক ভক্তের কমেন্ট দেখে বেশ রেগে যান কোহলি। কোহলিকে নিয়ে ঐ ভক্ত লিখেছিলেন, ‘তিনি এমন একজন ব্যাটসম্যান যাকে বেশি মূল্যায়ন করা হচ্ছে। তার ব্যাটিংয়ে আলাদা কিছু নেই। আমি বরং এই ভারতীয়দের বদল ইংলিশ আর অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের খেলা দেখতে পছন্দ করি।’

জবাব দিতে গিয়ে কোহলি লিখেছিলেন, ‘আমি মনে হয়, আপনার ভারতে থাকাই উচিত নয়। অন্য কোথাও গিয়ে সেখানে থাকা শুরু করুন। কেন আপনি আমাদের দেশে বাস করছেন, যদি অন্য দেশকেই ভালোবাসবেন?’

কিন্তু কোহলির এমন মন্তব্য কেউ ভালোভাবে নিতে পারেনি। তার এমন মন্তব্য নিয়ে শুরু হয় সমালোচনা। এছাড়াও কোহলির মন্তব্য নিয়ে বিসিসিআইয়ের কোষাধ্যক্ষ অনিরুদ্ধ চৌধুরী টাইমস অব ইন্ডিয়াকে বলেন, ‘বিসিসিআইয়ে আমরা ক্রিকেটভক্তদের মুল্যায়ন করি এবং তাদের ভাবনা-চিন্তার সম্মান করি। আমি নিজে সুনিল গাভাস্কারের ব্যাটিং দেখতে যেমন পছন্দ করতাম তেমনি আমি গর্ডন গ্রিনিজ, ডেসমন্ড হেইন্স এবং ভিভ রিচার্ডের ব্যাটিংও পছন্দ করতাম। আমি শচীন টেন্ডুলকার, বীরেন্দ্র শেবাগ, সৌরভ গাঙ্গুলী, ভিভিএস লক্ষণ, রাহুল দ্রাবিড়ের ব্যাটিং দেখে যতটা আনন্দ পেতাম, ততটাই আনন্দ পেতাম মার্ক ওয়াহ, ব্রায়ান লারা এবং অন্যদের ব্যাটিং দেখে।’

আর এসব নিয়ে এবার মুখ খুললেন কোহলি। এ নিয়ে তিনি টুইটারে লিখেন, ‘আমার মনে হয় ট্রলিং আমার জন্য নয়। আমি বরং ট্রোলড হতে চাইব। তবে ‘এই ভারতীয়রা…’ মন্তব্যের জন্যই জবাব দিয়েছিলাম। আমি ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাসী। ব্যাপারটা হালকা চোখে দেখুন এবং উৎসবমুখর মৌসুমটা উপভোগ করুন।’

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ