ঢাকা, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

'সমাবেশ পণ্ড করতে রাজশাহীতে গ্রেপ্তার অভিযান চলছে'

রাজনীতি ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ০৯ ১৫:৪৯:৩৭
'সমাবেশ পণ্ড করতে রাজশাহীতে গ্রেপ্তার অভিযান চলছে'

রিজভী বলেন, বিএনপির অসংখ্য নেতাকর্মীর বাসায় গোয়েন্দা পুলিশ হানা দিয়েছে। নেতাকর্মীরা যেন সমাবেশে যোগ দিতে না পারে, সে জন্য শহরে ঢোকার বিভিন্ন পয়েন্টে তল্লাশি চৌকি বসিয়ে চিরুনি অভিযান চলছে।

এছাড়া সুপরিকল্পিতভাবে বৃহত্তর রাজশাহী জেলায় পরিবহন ধর্মঘট করানো হয়েছে বলে অভিযোগ করে তিনি বলেন, আতঙ্ক ছড়িয়ে শহরকে ফাঁকা করার জন্য র‌্যাব, ডিবি ও পুলিশ হর্ন বাজিয়ে শহরজুড়ে মহড়া দিচ্ছে।

তিনি বলেন, আওয়ামী ক্যাডাররা মাইক্রোবাস স্ট্যান্ডে গিয়ে বাসচালকদের কাছ থেকে জোর করে গাড়ির চাবি কেড়ে নিচ্ছে।

নির্বাচন কমিশন রাজনৈতিক ময়দান সম্পূর্ণভাবে সরকারের অনুকূলে সমতল রাখার যাবতীয় বন্দোবস্ত করছে উল্লেখ করে তিনি প্রশ্ন করেন, নেতাকর্মীদের গ্রেফতার হয়রানি ও সমাবেশে বাধা প্রদানকে কি সমতল ভূমি বলে?

সংবাদ সম্মেলনে তিনি জাতীয় ঐক্যফ্রন্টের সাত দফা ও নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে নির্বাচনে সব দলের অংশগ্রহণ ও প্রচারে সবার সমান সুযোগ সৃষ্টি করতে সহায়তা করার আহ্বান জানান।

সূত্র,24livenewspaper

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে