ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

যে কারনে মুক্তির আগেই সিয়ামের ‘দহন’ ছবি দেখবেন প্রধানমন্ত্রী

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ০৯ ১৪:৩৬:৪৭
যে কারনে মুক্তির আগেই সিয়ামের ‘দহন’ ছবি দেখবেন প্রধানমন্ত্রী

এরইমধ্যে ছবিটি নিয়ে আগ্রহ তৈরি হয়েছে দর্শকের মনে। আসছে ডিসেম্বরেই এটি মুক্তি পাবে। তবে তার আগে আগামী ১০ নভেম্বর ‘দহন’র বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য। এমনটাই জানালেন নির্মাতা রায়হান রাফী।

তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী ছবিটি দেখার জন্য মনস্থির করেছেন এটা আমাদের জন্য আনন্দের ব্যাপার। তবে প্রদর্শনীর সময় ও স্থান এখনও চূড়ান্ত হয়নি। প্রধানমন্ত্রীর শিডিউল অনুযায়ী শিগগিরই ছবিটি প্রদর্শনের ব্যবস্থা করা হবে।’

এদিকে অভিনেত্রী মনিরা মিঠু সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী ১০ তারিখে ছবিটা দেখবেন। ছবিটি দেখে নিশ্চয়ই প্রধানমন্ত্রীর চোখের পানি পড়বে। এটা আমি নিশ্চিত। ধন্যবাদ জাজ মাল্টিমিডিয়া, ধন্যবাদ ‘দহন’ টিমকে।’

ছবির নির্মাতা রায়হান রাফীর ভাষ্য, ‘প্রধানমন্ত্রী ছবিটি দেখার জন্য মনস্থির করেছেন, এ খবরে সত্যিই খুশি। তবে সময় ও স্থানটি চূড়ান্ত হয়নি।’

উল্লেখ্য, সন্ত্রাস ও মাদককে নিরুৎসাহিত করতে চলচ্চিত্রটি নির্মিত হয়েছে। ছবির কেন্দ্রীয় চরিত্রে আছেন সিয়াম আহমেদ ও পূজা। সিয়াম এখানে নেশাগ্রস্ত যুবকের চরিত্রে অভিনয় করেছেন। পূজাকে দেখা যাবে গার্মেন্ট কন্যার চরিত্রে।

এ ছাড়া সাংবাদিক হিসেবে আছেন জাকিয়া বারী মম। আরও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন অভিনেত্রী মনিরা মিঠু।

ছবির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া থেকে জানানো হয়েছে, এটি রাজনৈতিক নিরীক্ষাধর্মী সিনেমা। ক্ষমতা পরিবর্তনের খেলায় কোনো প্রাণ যেন অকালে ঝরে না পড়ে এটিই ছবির মূল বক্তব্য।

‘দহন’ ছবির গল্প লিখেছেন দেলোয়ার হোসেন দিল। এফডিসি, টঙ্গি বস্তি, পূবাইল, শাহবাগসহ বিভিন্ন লোকেশনে ছবির শুটিং হয়েছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে