ঢাকা, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১

যে কারনে টেস্ট দলের দরজা বন্ধ থাকছে তুষার ইমরানের

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ০৮ ২৩:২৬:৪৬
যে কারনে টেস্ট দলের দরজা বন্ধ থাকছে তুষার ইমরানের

।সিলেট টেস্টে বাংলাদেশের দলের দারুণ বোলিংয়ের পরও কপালে পরাজয় জুটেছে বাজে ব্যাটিং পারফরম্যান্সের কারণে। বিতর্ক ছিল একাদশ সাজানো নিয়েও। এতসব আলোচনার মধ্যে আলাপ উঠছিল স্কোয়াড পরিবর্তন নিয়েও। ব্যাটিং ব্যর্থতা কাটাতে তুষারের মত লিগের নিয়মিত পারফরমারদের দলে নেওয়া হয় কি না এমনটাই ভাবছিলেন অনেকে।

তবে জাতীয় দলের প্রধান কোচ স্টিভ রোডস ইঙ্গিতে জানিয়ে দিয়েছেন, দলের এমন ব্যর্থতার পরও তুষারকে দলে নেওয়ার ভাবনা নেই টিম ম্যানেজমেন্টের।বর্তমান স্কোয়াডে যারা রয়েছেন, তারাই জাতীয় দলের যোগ্য- রোডসের দাবি এমনটাই।

নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, মুমিনুল হক প্রমুখ ক্রিকেটারের নাম উল্লেখপূর্বক তুষারের দলে ফেরানো প্রসঙ্গ নাকচ করে দিয়ে তিনি বলেন, ‘যারা জাতীয় দলে এখন খেলছে, জাতীয় লিগে তারাই রান করেছে অনেক। তারা বেশি রান করেছে, উল্লেখিত কয়েকজনের চেয়ে। শান্ত ১৮০ করেছে, লিটন ডাবল সেঞ্চুরি করেছে, মুমিনুল শেষ ম্যাচে সেঞ্চুরি করেছে অপরাজিত, আরিফুল ডাবল সেঞ্চুরি করেছে। এরা ভালো ক্রিকেটার।’

রোডসের চোখে এরা শুধু ভালো ক্রিকেটারই নন, সাকিব আল হাসান ও তামিম ইকবালের মত তারকা ছাড়া দলে এরাই সেরা ক্রিকেটার! ৪৯ বছর বয়সী এই কোচ বলেন, ‘সাকিব-তামিম ছাড়া এরাই আমাদের সেরা ক্রিকেটার এখন। এদের ওপরই ভরসা করছি আমরা।’

সিলেট টেস্টে দলের এমন ব্যর্থতাকে রোডস দেখতে চাচ্ছেন নিছক বাজে দিন বা বাজে সময় হিসেবে। সাংবাদিকদের তিনি বলেন, ‘সবারই বাজে দিন যায়। আপনাদেরও কাজে গেলে মাঝে মাঝে বাজে দিন যায়। প্রথম ইনিংসে আমাদের খারাপ দিন গিয়েছিল। আমাদের যেসব ক্রিকেটার আছে, তাদেরকে দিয়েই আমাদের এসব ঠিক করতে হবে।’

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ