ঢাকা, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১

এবার চুরি করে ধরা পড়লেন কোহলি

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ০৮ ২২:০৪:১৪
এবার চুরি করে ধরা পড়লেন কোহলি

ভারতজুড়ে সাধারণ থেকে সেলেবের শুভেচ্ছায় ভেসে গিয়েছিলেন কোহলি। আর সেইদিনই কোহলির উইকিপিডিয়া পেজ কামাল করেছিল দফায় দফায়।

বিভিন্ন সময় সেই পেজে কোহলিকে নিয়ে যা সব আপডেট পাওয়া গিয়েছিল, তা দেখতে পেলে স্বয়ং কোহলিও ভিমড়ি খাবেন। বছর তিরিশের কোহলির বয়স কমিয়ে লেখা হয়েছিল ন’বছর। তার উচ্চতা পৌঁছে গিয়েছিল ৯৯ ফুট ৯ ইঞ্চিতে। এমনকি কোহলির ডাকনাম বদলে গেল বীরেন্দ্র শেবাগের সঙ্গে। চিকুর বদলে লেখা হলো বীরু।

আসলে উইকিপিডিয়ায় প্রায় সবাই এডিট করতে পারেন। ফলে কোহলির জন্মদিনেই এই মজা চলেছিল। যদিও পরে পেজটি এডিট করে ঠিক করে দেওয়া হয়। যদিও ভুলভাল তথ্যেরই স্ক্রিনশট তুলে রেখেছিলেন অনেকেই। অনেক আবার উইকিপিডিয়াকে মদ্যপ বলতেও ছাড়ল না। অনেকেই অভিযোগ তুলেছেন বিরাট কোহলি তার বয়স চুরি করেছেন। আর বাড়িয়েছেন নিজের উচ্চতা।-ইন্ডিয়ান এক্সেপ্রেস

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ