ঢাকা, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১

সবাইকে অবাক করে ভক্তদের কাছে যে অনুরোধ করে টুইটারে যে স্ট্যাটাসে দিলেন কোহলি

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ০৮ ২১:৫৪:১৩
সবাইকে অবাক করে ভক্তদের কাছে যে অনুরোধ করে টুইটারে যে স্ট্যাটাসে দিলেন কোহলি

বিশেষ কিছুই তাঁর মধ্যে নেই, ‘এইসব ভারতীয়র’ চেয়ে ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের খেলা দেখতে বেশি ভাল লাগে তাঁর। ক্ষুব্ধ বিরাট তাঁকে ‘দেশ ছেড়ে চলে যেতে’ বলেন। সোস্যাল মিডিয়ায় বিরাটের এমন প্রতিক্রিয়ায় প্রবল সমালোচনা হয়। ট্রোলড হন তিনি। এবার ট্যুইট করে কার্যত ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করলেন বিরাট। লেখেন, অনুমান করি, ট্রোলিং আমার জন্য নয়। বন্ধুরা, আমি ট্রোলড হতে থাকব। ‘এই ভারতীয়রা’ কীভাবে ওই মন্তব্যে উল্লেখ করা হয়েছে, সে ব্যাপারে বলেছিলাম। ব্যাস। আমি বাছাইয়ের স্বাধীনতার পুরোপুরি পক্ষে। হাল্কা ভাবে বিষয়টা দেখুন, উত্সবের মরসুম উপভোগ করুন। সবাই ভালবাসা, শান্তিতে থাকুন।

Virat Kohli✔@imVkohli I guess trolling isn't for me guys, I'll stick to getting trolled!

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ