ঢাকা, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

প্রাণ দিলেন খাশোগি, ছক্কা মারলেন ইমরান

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ০৮ ২০:৫০:০১
প্রাণ দিলেন খাশোগি, ছক্কা মারলেন ইমরান

গত্যান্তর না পেয়ে ইমরান খান সরকারি গাড়ি বিক্রির উদ্যোগ নেন, জনগণকে রাজকোষে টাকা দেয়ার আহ্বান জানান; কিন্তু কিছুতেই চূড়ান্ত কোনো চার-ছক্কা হয়নি তার। বন্ধুদের কাছেও হাত পেতেছেন তিনি। তাতেও বাউন্ডারি হাঁকানো হয়নি ইমরানের।

ফলে নিজের পারফর্মেন্স ধরে রাখতে অন্য দেশ থেকে বৈদেশিক মুদ্রা সংগ্রহের দিকে নজর দেন ইমরান খান। চীন বহু আগেই তাকে সহায়তার ঘোষণা দিলে নগদ অর্থ এখনো মেলেনি। এতে যারপরনাই বিপাকে ছিলেন পাকিস্তানের নয়া প্রধানমন্ত্রী।

পাকিস্তানের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক দীর্ঘ দিনের। ইয়েমেনে সৌদি আরবের আগ্রাসী নীতিতে নিরবে সমর্থন দিচ্ছে পাকিস্তান। সৌদি আরবে পাকিস্তানের বহু সৈন্য একপ্রকার স্থানীয়ভাবে বসবাস করছে। অন্যদিকে সৌদি আরবে পাকিস্তানের কয়েক লাখ মানুষ কাজ করছে।

গত ২ অক্টোবর সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের পর অনেকটা বন্ধু হারা হয়ে পড়ে সৌদি যুবরাজ ও রাজপরিবার। আন্তর্জাতিকভাবে ইতিহাসের সবচেয়ে বড় সঙ্কটে পড়ে দেশটি। সুযোগ বুঝে ব্যাট চালিয়েছেন ইমরান খান।

সৌদি আরব খাশোগি হত্যার বিষয়টি প্রথমে সম্পূর্ণ অস্বীকার করলেও পরে তা স্বীকার করতে বাধ্য হয়। তবে এখনো পর্যন্ত খাশোগির লাশের কোনো সন্ধান পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে সৌদি আরবের ওপর এখনো চাপ অব্যাহত রয়েছে।

ব্যাপক আন্তর্জাতিক চাপের মধ্যেই গত ২৩ অক্টোবর রিয়াদে রিৎজ হোটেলে অনুষ্ঠিত হয়েছে দেশটির ‘ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ সম্মেলন’। বিশ্বব্যাপী বিনিয়োগকারীদের সৌদি আরবের বিনিয়োগে আগ্রহী করতে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। বিশ্বের বহু গণমাধ্য, আর্থিক প্রতিষ্ঠান ও ব্যবসায়ী এ সম্মেলন বয়কট করলেও হাজির হয়েছিলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান।

২২ গজের এক সময়ের এই চ্যাম্পিয়ন যে মাঠে নামলে খাতি হাতে ফিরতে জানেন না। তাই ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ সম্মেলন থেকেও কোনো চার-ছক্কা হাকিয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি। সৌদি আরবের বিনিয়োগ সম্মেলনে গিয়ে উল্টো নিজেই ৬০০ কোটি ডলার বাগিয়ে নিয়েছেন।

সম্মেলনে সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে একটি সমঝোতা স্বাক্ষর হয়েছে। ওই সমঝোতা অনুযায়ী সৌদি আরব পাকিস্তানকে ৬০০ কোটি ডলার দেবে। সম্মেলনে গিয়ে ইমরান ‘খানের চাওয়ার চেয়ে বেশি পাওয়া’তে বেশ খুশি তার অনুসারীরা।

তবে এতে শুধু ইমরান খানই খুশি নয়। পাকিস্তানকে অর্থ দিতে পেরে খুশি সৌদি আরবও। খাশোগি হত্যার পর বন্ধুহীন হয়ে পড়া সৌদি যুবরাজ এই অর্থ দিয়ে বন্ধু খুঁজে পেল মনে করছেন বিশ্লেষকরা। তাই বলাই যায়, প্রাণ দিল খাশোগি, ছক্কা মারলেন ইমরান। -যুগান্তর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে