ঢাকা, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১

মাহমুদুল্লাহর সঙ্গে একমত নন তামিম

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ০৮ ২০:৩০:১০
মাহমুদুল্লাহর সঙ্গে একমত নন তামিম

‘দেখুন আমি এতে একমত (মাহমুদুল্লাহর মন্তব্য) নই। সাথে এটাও বলতে চাই যে আমরা কখনোই ভাবিনি যে জিম্বাবুয়ের কাছে আমাদের পরাজিত হতে হবে। আমি নিশ্চিত যে ক্রিকেটাররা বলেন, দর্শকেরা বলেন, বোর্ড বলেন, সাংবাদিকরা বলেন সকলেই আশা করেছিল যে আমরা ঐ টেস্টটি জিতব।’

দলের টানা ব্যর্থতায় মূলত হতাশা থেকেই এমন মন্তব্য করেছেন মাহমুদুল্লাহ, এমনটাই মনে করছেন দীর্ঘদিন মাঠের বাইরে থাকা তামিম। শের-ই-বাংলা স্টেডিয়াম থেকে আরও জানান,

‘যখন এমন কিছু হয় তখন মানুষ অনেক আঘাত পায়। তাঁরা অনেক শকে চলে যায়। তাঁরা হতাশ হয়ে পরে এবং একে অপরকে দোষারোপ করতে থাকে। তো রিয়াদ ভাইয়ের ঐ মন্তব্যটি করা এটি সম্ভবত সেখান থেকেই এসেছে (হতাশা থেকে)। এটাই আমি বিশ্বাস করি।

অধিনায়ক হিসেবে অবশ্যই ভিন্ন কিছু করতে চাইবেন তিনি। সাধারণত মানুষ অনেক কিছু হতাশা থেকেই বলে থাকে। আমি যেটি বিশ্বাস করি এখানেও তাই হয়েছে। আর আমি বলেন, উনি বলেন আমরা সবাই জানি যে ক্রিকেটাররা কতটা কষ্ট করছে টেস্ট ফরম্যাটে ভাল করার জন্য।

‘আমরা খুব ভাল করে জানি যে আমরা যখন আবার একটি সিরিজে ভাল খেলব তখন এই মানুষজনই আমাদের বাহবা দিবে। এটাই পেশাদার ক্রিকেটের একটি অংশ। আমি দোষ দিব না যারাই সমালোচনা করুক। তাঁরা হয়তো কিছু দেখেছে, আমরা খারাপ খেলেছি দেখেই দেখেছে।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ