ঢাকা, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১

ভারতের যেসকল ক্রিকেটারকে আইপিএল খেলতে নিষেধ করলেন কোহলির

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ০৮ ১৮:১০:৩৬
ভারতের যেসকল ক্রিকেটারকে আইপিএল খেলতে নিষেধ করলেন কোহলির

ছুটি নিয়ে বিরাট পরিবারের সঙ্গে যেমন সময় কাটচ্ছেন, একই সঙ্গে মানসিক এবং শারীরিক ভাবে প্রস্তুতি নিচ্ছেন আগামী অস্ট্রেলিয়া সফরের জন্যও। এশিয়া কাপেও বিশ্রাম দেওয়া হয়েছিল তাঁকে। যা নিয়ে ব্রডকাস্টাররা আপত্তি জানালেও বিসিসিআই দাঁড়িয়ে ছিল বিরাটের পাশেই। তবে এবার বোধহয় সেটা হবে না। এই প্রথম বিরাট কোহলির অনুরোধ হয়ত মানতে পারবে না ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড।

কমিটি অব অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে বৈঠকে বিরাটের অভূতপূর্ব অনুরোধ, বিশ্বকাপের আগে বিশ্রাম দেওয়া হোক যশপ্রীত বুমরাহ এবং ভুবনেশ্বর কুমারদের মতো স্ট্রাইক বোলারদের। তাঁদের যেন আইপিএল খেলতে না হয়, বোর্ড কর্তাদের কাছে এই অনুরোধই করেছেন তিনি।

সূত্রের খবর, বিরাটের অনেক কথাই বোর্ড রেখেছে, তবে এই বিষয়টা নিয়ে এখনই কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। আগামী বছর ৩০মে ইংল্যান্ডে শুরু হবে ক্রিকেট মহারণ। চলবে ১৪ জুলাই পর্যন্ত। এদিকে নতুন বছরে এপ্রিলের প্রথম সপ্তাহেই আইপিএল হওয়ার কথা। সেক্ষেত্রে বিশ্বকাপের আগে খুব অল্প সময়ই বিশ্রাম পাবে বোলাররা। শারীরিক ধকলের কারণে, বিলেতে গিয়ে নিজেদের সেরাটা উজাড় করে দিতে পারবেন না স্পিডস্টাররা, এই আশঙ্কা থেকেই স্ট্রাইক বোলারদের আইপিএল না খেলার পরামর্শ দিয়েছেন ভারত অধিনায়ক। যদিও ব্যাটসম্যানদের বিশ্রামের ব্যপারে কোনও কথাই বলেননি বিরাট, রোহিত, অজিঙ্কা রাহানেরা।

ওয়াকিবহাল মহল মনে করছে, বিরাটের এই অনুরোধ কোনও ভাবেই মানা সম্ভব নয় বিসিসিআইয়ের। কারণ, আইপিএল ফ্রেঞ্জাইজি কখনই চাইবে না কোটি কোটি টাকা ব্যয় করে যে ক্রিকেটারদের তারা দলে সামিল করেছে, তাদের গোটা সিজনই বিশ্রামে রাখা হোক। সেক্ষেত্রে বিসিসিআই এবং আইপিল ফ্রেঞ্চাইজিগুলোর সঙ্গে নতুন করে সংঘাতের আশঙ্কাই করছেন অনেকে।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ