ঢাকা, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১

টাইগ্রেসদের তুরুপের তাস রুমানা ও খাদিজা

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ০৮ ১৫:৪২:২২
টাইগ্রেসদের তুরুপের তাস রুমানা ও খাদিজা

যাদের মধ্যে সবথেকে উল্লেখযোগ্য ক্রিকেটার হলেন অলরাউন্ডার রুমানা আহমেদ এবং অফ স্পিনার খাদিজা-তুল কুবরা। দারুণ ফর্মে থাকা এই দুই ক্রিকেটারকে নিয়েই আজকের এই প্রতিবেদন।

রুমানা আহমেদঃ

চলতি বছর ২০টি ম্যাচ খেলে ২৬ উইকেট শিকার করেছেন লেগ স্পিন অলরাউন্ডার রুমানা আহমেদ। যেখানে ৪.৫৩ ইকোনমি রেটে বোলিং করেছেন তিনি। গত এশিয়া কাপে ১০ উইকেট নিয়ে দলের শিরোপা জয়ে অন্যতম ভূমিকা পালন করেন তিনি।

টুর্নামেন্টটির গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ২১ রানে ৩ উইকেট নেয়ার পাশাপাশি ব্যাট হাতে ৩৪ বলে ৪২ রানের ইনিংস খেলেছিলেন রুমানা। এরপর ফাইনালে ২২ রানে ২ উইকেট শিকারের সাথে ব্যাট হাতে খেলেছিলেন ২২ বলে ২৩ রানের ইনিংস। এবার বিশ্বকাপের মঞ্চেও তাই রুমানার দিকেই তাকিয়ে থাকবে গোটা বাংলাদেশ দল।

এক নজরে রুমানার পারফর্মেন্সঃ

নামঃ রুমানা আহমেদ

ভূমিকাঃ লেগ স্পিন অলরাউন্ডার

টি টুয়েন্টি ম্যাচ সংখ্যাঃ ৫৪টি

ব্যাটিং পরিসংখ্যানঃ রান- ৬১৬, গড়- ১৪.০০, স্ট্রাইক রেট- ৮০.৮৩, সেরা- ৪২*

বোলিং পরিসংখ্যানঃ উইকেট সংখ্যা- ৪৮টি, গড়- ১৯/১৮, ইকোনমি রেট- ৫.৩২, সেরা- ৩/২

খাদিজা তুল কুবরাঃ

মাত্র ২৩ বছর বয়সেই নিজের বোলিং কারিশমা দেখিয়ে যাচ্ছেন টাইগ্রেস অফ স্পিনার খাদিজা তুল কুবরা। এখন পর্যন্ত ৫০টি আন্তর্জাতিক ম্যাচ খেলা খাদিজা গত এশিয়া কাপ ফাইনালে ২৩ রানে ভারতের ২টি গুরুত্বপূর্ণ উইকেট শিকার করেছিলেন।

পাকিস্তানের বিপক্ষে একমাত্র ওয়ানডেতে মাত্র ২০ রানে একাই ৬ উইকেট নিয়েছিলেন তিনি। ৭ বছর আগে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা কুবরা তাই যেকোনো মুহূর্তেই দলের তুরুপের তাস হয়ে ওঠার ক্ষমতা রাখেন।

এক নজরে খাদিজার পারফর্মেন্সঃ

নামঃ খাদিজা তুল কুবরা

ভূমিকাঃ অফ স্পিনার

টি টুয়েন্টি ম্যাচ সংখ্যাঃ ৩৬টি

বোলিং পরিসংখ্যানঃ উইকেট- ৩৩টি , গড়- ১৮.৪৮, ইকোনমি রেট- ৫.২৮, সেরা- ৩/৫

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ