ঢাকা, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১

৩ টাইগার সহ বিপিএলে সবচেয়ে বেশি ছক্কা হাকিয়েছে যে ৫ ক্রিকেটার

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ০৮ ১৫:১০:১৪
৩ টাইগার সহ বিপিএলে সবচেয়ে বেশি ছক্কা হাকিয়েছে যে ৫ ক্রিকেটার

২০১২ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত ১৭৩.৮১ স্ট্রাইক রেট এবং ৫৪.০৪ গড়ে রান গেইলের সংগ্রহ ১১৩৫ রান। রয়েছে ৫টি শতক এবং ৩টি অর্ধশতক। টি টুয়েন্টির হটকেক হিসেবে গেইলকে আখ্যা দেয়া হয় কেন এই পরিসংখ্যানের মাধ্যমেই বোঝা যায়।

ক্যারিবিয়ান গেইলের পরের স্থানটিতে রয়েছেন টাইগার হার্ড হিটার ব্যাটসম্যান সাব্বির রহমান রম্মান। বরিশাল বুলস, বরিশাল বার্নার্স, দুরন্ত রাজশাহী, রাজশাহী কিংস এবং সিলেট সিক্সার্স ফ্র্যাঞ্চাইজির হয়ে এখন পর্যন্ত ৬২টি ম্যাচে ৪৭টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। তাঁর ব্যাটিং স্ট্রাইক রেট ১২১.৮৪। এবং ২২.৮৭ গড়ে ১১২১ রান সংগ্রহ করেছেন সাব্বির। তাঁর রয়েছে ১টি শতক সহ ৩টি অর্ধশতক। এই তালিকায় ৩য় স্থানে আছেন বিজয়। তিনি ছক্কা হাকিয়েছেন ৪৫টি।

লুইস ৪৩টি ছক্কা মেরে ৪র্থ স্থানে এবং রিয়াদ আছেন ৫ম স্থানে। তারও ছক্কার সংখ্যা ৪৩টি।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ