ঢাকা, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১

ভারতের সিনিয়র প্লেয়ারদের গোপন তথ্য ফাস করলেন শেন ওয়ার্ন

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ০৮ ০০:০৭:১৪
ভারতের সিনিয়র প্লেয়ারদের গোপন তথ্য ফাস করলেন শেন ওয়ার্ন

নিজের ক্যারিয়ার নিয়ে লেখা ‘‌নো স্পিন’ আত্মজীবনীতে প্রথম আইপিএলে রাজস্থান রয়েলসের ক্রিকেটারদের সামলানোর অভিজ্ঞতা তুলে ধরেছেন অস্ট্রেলিয়ান এই কিংবদন্তি।

রবীন্দ্র জাদেজা প্রসঙ্গে শেন ওয়ার্ন বলেন, জাদেজা একজন প্রতিভাবান ক্রিকেটার। ওর অদম্য খিদে প্রথম থেকেই আমার ভালো লেগেছিল। তবে জাদেজা সব সময় দেরি করত। প্রথমে ব্যাগ না পাওয়ার অজুহাত দেখিয়ে ও দেরি করল। এরপর সকাল ৯টায় অনুশীলনের জন্য বাস রওনা হলেও সে বাসে আসতে পারেনি। দেরিতে মাঠে পৌঁছাল। মাঠ থেকে ফেরার পথে অর্ধেক রাস্তায় বাস পৌঁছনোর পর, আমি সবার সামনে বললাম, রবি আজ সকালে দেরিতে মাঠে পৌঁছেছে। তাই তোমাকে এখানেই নামতে হবে। বাকি পথ হেঁটে হোটেলে ফিরবে। ওর এক বন্ধু আপত্তি করল। আমি তাকেও বাস থেকে নামিয়ে দিলাম। এই ঘটনার পর আর কেউ কোনোদিন দেরি করেনি।

মুনাফ প্যাটেল প্রসঙ্গে শেন ওয়ার্ন বলেন, ‌মুনাফ দারুণ মজা করতে পারে। একদিন বাসের পেছনের সিটে ওর পাশে বসে আছি। জিজ্ঞেস করলাম, তোমার বয়স কত? মুনাফ বলল, ‘‌তুমি কি আমার আসল বয়স জানতে চাও, নাকি আইপিএলের বয়স? এরপর ও বলল, আমার বয়স ২৪ বছর। যদি আমার বয়স ৩৪ও হত, তা হলেও আমি বলতাম আমার আইপিএলের বয়স ২৪-ই। কারণ, এটা দারুণ একটা টুর্নামেন্ট। আর এই টুর্নামেন্টে আমি যত বেশি সম্ভব খেলতে চাই। এমনকি আমার বয়স ৩৪ হলেও। আমার বয়স ৩৪ হলে কেউ হয়ত আমাকে আইপিএলে খেলানোর জন্য ভাবতই না। আসলে যত বেশি দিন সম্ভব, নিজেকে বিশের কোটায় রাখতে চাই।’

ভারতের সাবেক তারকা ক্রিকেটার মুহাম্মদ কাইফ প্রসঙ্গে শেন ওয়ার্ন বলেন, কোনো একদিন মাঠ থেকে টিম হোটেলে ফেরার পর সবার হাতে রুমের চাবি দেয়া হল। ক্রিকেটাররা যে যার রুমে চলে গেল। কিছু সময় পর হোটেলের রিসিপশনে এসে কাইফ বলল আমি মুহাম্মদ কাইফ। রিসিপশনে দাঁড়িয়ে থাকা ব্যক্তি আগে থেকেই ওকে চিনতেন। বললেন, ‘‌কী চাই স্যর?’

কাইফ আবার একই ভঙ্গিতে বলল, আমি মুহাম্মদ কাইফ। ওকে এভাবে বলতে দেখে আমি এগিয়ে গেলাম। বললাম, তোমার কি কোনো সমস্যা হয়েছে? কাইফ ক্ষোভের সঙ্গে জানাল, আমি অন্যদের মতো খুব ছোট একটা রুম পেয়েছি। ওকে স্পষ্টভাবে জানিয়ে দিলাম আমি ছাড়া সবাই একই রুম পেয়েছে। ওই দিন স্পষ্ট হয়েছিল, ভারতের সিনিয়র প্লেয়াররা বাড়তি সুবিধার প্রত্যাশা করে।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ