ঢাকা, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১

বোল্টের হ্যাটট্রিকে তছনছ পাকিস্তান, দেখুন স্কোর

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ০৭ ২৩:০৯:১৩
বোল্টের হ্যাটট্রিকে তছনছ পাকিস্তান, দেখুন স্কোর

নিউজিল্যান্ডের তৃতীয় বোলার হিসেবে আন্তর্জাতিক ওয়ানডেতে হ্যাটট্রিক করলেন বোল্ট। ১৯৯৪ সালে ভারতের বিপক্ষে নিউজিল্যান্ডের হয়ে প্রথম হ্যাটট্রিক করেছিলেন ড্যানি মরিসন। এরপর ২০০৭ সালে হোবার্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় কিউই বোলার হিসেবে হ্যাটট্রিক করেন শেন বন্ড। আন্তর্জাতিক ওয়ানডেতে এটি ৪৬তম হ্যাট্রিক।

ইনিংসের তৃতীয় ওভারে দ্বিতীয় বলে পাকিস্তানের ওপেনার ফখর জামানকে বোল্ড করেন বোল্ট। ৫ বলে ১ রান করে সাজঘরে ফিরে যান ফখর জামান। পরের বলে ওয়াইড ইয়র্কারে স্লিপে ক্যাচ তুলে দেন দারুণ ফর্মে থাকা বাবর আজম। ক্যাচ নেন রস টেইলর। পরের বলে দারুণ এক ডেলিভারিতে 'প্রফেসর' খ্যাত মোহাম্মদ হাফিজকে এলবিডব্লিউ'র ফাঁদে ফেলে পূর্ণ করেন হ্যাটট্রিক।

এ সফরে এসে এটিই প্রথম ম্যাচ ট্রেন্ট বোল্টের। সূচনাটাও করলেন দারুণভাবে। তার এ হ্যাটট্রিকে পাকিস্তানের টপ অর্ডারে ধস নেমেছে। মাত্র ৮ রানেই তিন উইকেট হারানো পাকিস্তানের স্কোর ২৩ ওভার শেষে ৬ উইকেটে ৬৮। ৩০ রান করা শোয়েব মালিককে ফিরিয়েছেন গ্রান্ডহোম। আর ৭ রানে শাদাব খান ফিরেছেন শোধীর শিকার হয়ে।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ