ঢাকা, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১

তামিম না থাকলে যে দুই ক্রিকেটারের উপরই ভরসা রাখতে বললেন রোডস

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ০৭ ২২:২০:১৫
তামিম না থাকলে যে দুই ক্রিকেটারের উপরই ভরসা রাখতে বললেন রোডস

এদিকে সিলেট টেস্টে হারার পেছনে সবচেয়ে বড় কারণ হল ব্যাটসম্যানদের ব্যর্থতা। তবে ড়িয়েছে তাদের পাশে দাঁড়িয়েছেন রোডস। লিটন-মমিনুলরা ঘরোয়া ক্রিকেটে পারফর্মেন্স করেই এখানে এসেছে এবং মিরপুরে তাদের আস্থা রাখতে চান রোডস।

তিনি বলেন, ‘জাতীয় দলে বর্তমানে যারা খেলছে তাঁরা এনসিএলে অনেক রান করছে। তাঁরা আসলে উল্লেখিত অনেকের থেকেই বেশি রান করছে। শান্ত ১৮০ রানের একটি ইনিংস খেলেছে, দাস (লিটন) ২০০ রান করেছে, মমিনুল তাঁর সর্বশেষ ম্যাচে ১০০ রানে অপরাজিত ছিল। আরিফুলেরও দ্বিশতক ছিল… সুতরাং সেখানে অনেক বেশি রান হয়েছে।’

তিনি আরো বলেন, ‘তাঁরা যথেষ্ট ভাল ক্রিকেটার এবং এই মুহূর্তে আমার মনে করি সাকিব, তামিম না থাকলে এদের উপরই আমাদের ভরসা করতে হবে। সুতরাং এই মুহূর্তে আমরা এই ছেলেদের সাহায্য করছি।’

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ