ঢাকা, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১

ব্রেকিং নিউজ: এক ওভারে সর্বোচ্চ রানের বিশ্ব রেকর্ড

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ০৭ ২০:২৯:৪১
ব্রেকিং নিউজ: এক ওভারে সর্বোচ্চ রানের বিশ্ব রেকর্ড

ঢাকা প্রিমিয়ার লিগে শেখ জামাল-আবাহনী ম্যাচের এক ওভারে ৩৯ রান উঠেছিল। যা লিস্ট-এ ক্রিকেটে এতদিন সর্বোচ্চ রানের রেকর্ড ছিল। পাঁচ বছর আগের ওই ম্যাচে শেখ জামালের জিম্বাবুইয়ান ব্যাটসম্যান এল্টন চিগুম্বুরা আবাহনী বোলার বাবুকে এমনই দুঃস্বপ্ন উপহার দিয়েছিলেন।

অবশেষে কিছুটা হলেও স্বস্তি পাচ্ছেন বাবু। তার সেই লজ্জার রেকর্ডটাও ভেঙে গেছে। বুধবার নিউজিল্যান্ডের ফোর্ড ট্রফির ম্যাচ উপহার দিয়েছে এক ওভারে ৪৩ রান! লিস্ট-এ ক্রিকেটের এক ওভারে সবচেয়ে বেশি রান দেওয়ার বিব্রতকর রেকর্ডটির মালিক হলেন উইলিয়াম লুডিক। বাবুর নামটা এখন থেকে নিউজিল্যান্ডের এই ঘরোয়া ক্রিকেটারে পেছনেই লেখা হবে।

নিউজিল্যান্ডের ঘরোয়া টুর্নামেন্ট ফোর্ড ট্রফিতে সেন্ট্রাল ডিস্ট্রিক্টস-নর্দান ডিস্ট্রিক্টস ম্যাচে নিজের শেষ ওভারে ৪৩ রান দিয়েছেন লুডিক। অথচ দশম ওভারটি করার আগে তার বোলিং ফিগার ছিল এক উইকেটে ৪২। সেন্ট্রাল ডিস্ট্রিকসের পেসারকে বেধড়ক পিটিয়েছেন জো কার্টার এবং ব্রেট হ্যাম্পটন।

দক্ষিণ আফ্রিকান বংশোদ্ভূত এই পেসার নিজের শেষ ওভারটিতে করেছেন আট বল। তন্মধ্যে ছক্কা হজম করেছেন ছয়টিতে! দুটি ছয় আবার ‘নো’ বলে! লুডিকের অবিশ্বাস্য ওভারের রানসংখ্যা হচ্ছে ৪, ৭, ৭, ৬, ১, ৬, ৬ ,৬! লিস্ট-এ ক্রিকেটে এটাই এখন এক ওভারে সর্বোচ্চ রানের বিশ্ব রেকর্ড।

কার্টার (১০২*) এবং হ্যাম্পটনের (৯৫) ঝড়ের ওপর দাঁড়িয়ে নির্ধারিত ওভারে সাত উইকেটে ৩১৩ রান করে নর্দান ডিস্ট্রিক্টস। জবাব দিতে নেমে ২৮৮ রান তুলতে সক্ষম হয় সেন্ট্রাল ডিস্ট্রিকস। তাদের হার ২৫ রানের। তাতে পরিষ্কার- লুডিকের ওই ৪৩ রানের ওভারটিই গড়ে দিয়েছে ম্যাচের ভাগ্য। ঢাকা লিগেও বাবুর ৩৯ রান গড়ে দিয়েছিল ব্যবধান। ম্যাচে আবাহনীকে ২৮ রানে হারিয়েছিল শেখ জামাল।

লিস্ট-এ ক্রিকেটে নিয়ে তৃতীয়বার এক ওভারে ছয় ছক্কা হলো। আন্তর্জাতিক ক্রিকেটেও দুবার ছয় ছক্কার নজির দেখা গেছে। ওয়ানডেতে ২০০৭ বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে ওভারে ছটি ছক্কা হাঁকিয়েছিলেন হার্শেল গিবস। একই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রড ছয়বার বাউন্ডারির ওপারে আছড়ে ফেলেছিলেন যুবরাজ সিং।

অস্ট্রেলিয়ার একটি গণমাধ্যম অবশ্য দাবি করছে- সবধরনের ক্রিকেট মিলিয়ে এক ওভারে ৭৭ রান দেওয়ার বিব্রতকর রেকর্ড আছে নিউজিল্যান্ডের সাবেক বোলার বার্ট ভিন্সের। সেদিন ইচ্ছে করেই নাকি ১৭টি ‘নো’ বল ডেলিভারি দিয়েছিলেন তিনি। ভিন্সের কলঙ্কিত ওভারে সাতটি ছক্কা ও ছয়টি চারের মার ছিল।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ