ঢাকা, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১

মাশরাফির সঙ্গে তুলনা করে যা বললেন তাসকিন আহমেদ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ০৭ ১৩:২৫:৩৬
মাশরাফির সঙ্গে তুলনা করে যা বললেন তাসকিন আহমেদ

দেশের হয়ে খেলার মতো শান্তি অন্য কিছুতে নেই। কত দিন ধরে ইনজুরিতে ভুগছি। সত্যি কথা বলতে, এই সময়টা একজন নিয়মিত খেলোয়াড়ের জন্য কষ্টকর। আমি ক্যারিয়ারের শেষ পাঁচ বছরের শুরুর চারটা বছর খুব ভালো খেলেছি।

কিন্তু শেষ বছরটা আমার পারফরম্যান্স, ইনজুরি- সব মিলিয়ে খুব খারাপ ছিল। যাক, এটা আমি জীবনের একটা শিক্ষা হিসেবে নিয়েছি। কারণ মাশরাফি ভাইয়ের জীবনেও অনেক কঠিন সময় গিয়েছে।

সেখান থেকে তিনি কামব্যাক করছেন। তিনি যেহেতু পেরেছেন, আমিও তার একজন অনুসারী হিসেবে কামব্যাক করতে পারব ইনশাহ আল্লাহ। আর খুব দ্রুতই খেলায় ফিরতে পারব বলে আশা করি।

তবে ২০১৮ বিশ্বকাপে খেলতে চান তাসকিন আহমেদ। সে জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তাসকিন। তিনি আরো বলেন, “বিশ্বকাপ আমার স্বপ্ন। আমি চাই আল্লাহ পাক যেন আমার এই স্বপ্নটা পূরণ করেন। একটা বিশ্বকাপ তো খেলেছি। ইনশাল্লাহ আসছে বিশ্বকাপও খেলা হবে। সবাই দোয়া করবেন আমরা জন্য।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ