ঢাকা, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১

পাওয়া গেল আবারো মাঠে মুশফিককে জড়িয়ে ধরা ভক্তের নাম-পরিচয়

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ০৭ ০৯:৩৫:৩৮
পাওয়া গেল আবারো মাঠে মুশফিককে জড়িয়ে ধরা ভক্তের নাম-পরিচয়

সোমবার টেস্টের তৃতীয় দিনে আবার সেই ঘটনা পুনরাবৃত্তি হলো। খেলা চলাকালেই মাঠে ঢুকে পড়লেন এক তরুণ ভক্ত। জড়িয়ে ধরলেন মুশফিককে।

কল্লোল দেবনাথ নামের ওই দর্শক লোহার প্রাচীর ডিঙিয়ে মাঠের সীমানায় প্রবেশ করে দৌড়ে গিয়ে মুশফিকুর রহিমকে জড়িয়ে ধরেন।

সিলেটে টেস্ট ম্যাচ অভিষেক থেকে এমন ঘটনায় খেলায় ব্যাঘাত ঘটনোর বিষয়টি আলোচনায় এসেছে। একের পর এক ব্যতিক্রমী ঘটনায় বিরক্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), বিরক্ত খেলোয়াড়রাও। যদিও মুশফিক তার স্বভাবসুলভ ভঙ্গিমায় ওই যুবককে জড়িয়ে ধরেন।

লাঞ্চের পরে নিরাপত্তা বাঁধা এড়িয়ে হঠাৎ করেই মাঠে ঢুকে পড়েন ১৫-১৬ বছরের এক কিশোর। মাঠে ঢুকে দৌঁড়ে এসে মুশফিককে জড়িয়ে ধরেন তিনি। পরে অবশ্য সাবেক এই অধিনায়কও জড়িয়ে নেন তার ভক্তকে। এরপর নিরাপত্তারক্ষীরা বের করে আনেন ছেলেটিকে। এ ঘটনার পরই নিরাপত্তা কর্মীরা ছুটে যান। মুশফিকের কাছ থেকে সেই তরুণকে ছাড়িয়ে মাঠের বাইরে নিয়ে যান।

খেলা চলাকালে মাঠে এই ধরণের ঘটনা আগেও ঘটেছে। মিরপুরে বাংলাদেশ-আফগান ম্যাচে মাঠে ঢুকে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে জড়িয়ে ধরেছিলেন এক ভক্ত। এবার সিলেটের মাটিতে দুইবার একই ঘটনা ঘটল।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ