ঢাকা, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১

বাংলাদেশের হারের প্রধান কারন  জেনে নিন

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ০৭ ০৮:৪৫:০২
বাংলাদেশের হারের প্রধান কারন  জেনে নিন

প্রথম টেস্টে বাংলাদেশের হারের কয়েকটি কারনের মধ্যে অন্যতম প্রধান কারন জঘন্য ব্যাটিং। নড়েবড়ে লাইনআপ নিয়ে এর থেকে ভালো আশাও করা যাচ্ছে না আপাতত।

বাংলাদেশের ব্যাটসম্যানরা ওয়ানডেতে দুর্দান্ত পারফর্ম ও ব্যাক্তিগত রানের খাতায় ভালো করলেও, টেস্টে একবারে হতাশ করছে তারা। টপঅর্ডারে রান নেই, মিডল অর্ডার নিষ্প্রভ। লেজের ব্যাটসম্যানদের কথা না হয় ছেড়েই দিন।

এ বিষয়ে অধিনায়ক মাহমুদুল্লাহ বলেন, ‘এমন ব্যাটিংয়ের ব্যাখ্যা দেওয়া আসলে খুবই কঠিন। একটা জিনিস বলতে পারি, টেস্ট ক্রিকেট খেলতে যে ধরনের শৃঙ্খলা (ব্যাটিংয়ে) থাকা উচিত, আমার মনে হয় আমরা সেই শৃঙ্খলা দেখাতে পেরেছি না।’

তিনি আরো বলেন, ‘আমরা বেশি স্ট্রোক খেলে ফেলছি। এটা আমরা হয়তো আবেগতাড়িত হয়ে করছি। এটা আমাদের কমাতে হবে। আরও বুঝে খেলতে হবে। কোন বোলারকে কখন কীভাবে খেলতে পারি, এটা দেখতে হবে। ছোট ছোট জুটিও গড়তে পারছি না। ওপর থেকে নিচে সবাই ব্যর্থ হয়েছি। এটা ঠিক করতে পারলে ঢাকা টেস্টে ভিন্ন বাংলাদেশকে দেখতে পাবেন।’

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ