ঢাকা, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১

হাথুরুর দেয়া নিয়ম ভঙ্গ করে দল থেকে বাদ পড়লেন লঙ্কান পেসার

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ০৬ ১৮:৩৯:৪০
হাথুরুর দেয়া নিয়ম ভঙ্গ করে দল থেকে বাদ পড়লেন লঙ্কান পেসার

আর যদি কোনো ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গ করে তাহলে কঠোর শাস্তিই পেতে হবে তাকে। আর এই শাস্তি হচ্ছে সরাসরি দল থেকে বাদ পড়া। আর সেই শাস্তিই এবার পেয়ে গেলেন দলের পেসার লাহিরু কুমারা।

ইংল্যান্ডের বিপক্ষে গল টেস্টে মাঠে নামার দুদিন আগে অর্থ্যাৎ রোববার সন্ধ্যায় দলীয় শৃঙ্খলা ভঙ করেছিলেন লাহিরু কুমারা। আর এই কারণেই দল থেকে বাদ পড়েছেন তিনি। আর পরিবর্তে দলে জায়গা পেয়েছেন দুষ্মন্তে চামিরা।

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে আজ মাঠে নেমেছে শ্রীলঙ্কা। এই টেস্টের দলে ছিলেন লাহিরু। টেস্টের জন্য প্রস্তুতি শুরুর সময় থেকেই ক্রিকেটারদের জন্য আলাদা করে সময় এবং শৃঙ্খলাসম্পর্কিত কঠোর বিধি-নিষেধ আরোপ করা হয়। আর তা ভঙ্গ করায় এবার দল থেকে বাদ পড়েছেন এই পেসার।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ