ঢাকা, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১

ম্যাচ হেরে যাদের দোষ দিলেন রিয়াদ 

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ০৬ ১৪:১৯:৪৫
ম্যাচ হেরে যাদের দোষ দিলেন রিয়াদ 

ওয়ানডে সিরিজে আধিপত্য বিস্তার করা বাংলাদেশ টেষ্টে এতটা নাজেহাল হবে হয়তো ভাবে কেউই। কিন্তু নিজেদের ভুলের খেসারত নিয়ে না ভাবা কাজটিই করল বাংলাদেশ। ভালো করতে পারেনি বাংলাদেশের কোন তারকাই। শেষ আট ইনিংসেই নেই কোন ২০০ রানের স্কোর।

এই ম্যাচ শেষে রিয়াদ বলেন, আমরা ব্যাটিংয়ে ভালো করতে পারিনি। আমরা টস হেরেছি এবং প্রথম ম্যাচে ভালো ব্যাটিং করতে পারিনি। আমার মনে হয় উইকেট ভালো ছিল। কিন্তু আমরা আমাদের মত করে ব্যাটিং করতে পারিনি। আমরা উইকেট ঠিক মত পড়তে পারিনি।

তবে আগামী ম্যাচে আরও শক্তি ভাবেই ফিরতে চাওয়া রিয়াদ বলেন, পরিবর্তি ম্যাচে আমরা আরও শক্তিশালী হয়েই ফিরব। আমাদের বোলাররা দারুন করেছে। তাইজুল ছিল অসাধারন। হারটা সবসময়ই কষ্টের। আরিফুল ভালো ব্যাটিং করেছে। আশাকরি আগামী ম্যাচে আমরা আরও ভালো পারফর্মেন্স করতে পারব।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ