ঢাকা, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১

তাইজুলকে প্রশংসায় ভাসিয়ে যা বললেন বাংলাদেশ কোচ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ০৬ ১১:০০:১৪
তাইজুলকে প্রশংসায় ভাসিয়ে যা বললেন বাংলাদেশ কোচ

এদিকে প্রথম ইনিংসে ৬ উইকেট, দ্বিতীয় ইনিংসে ৫টি শিকার করেছেন তাইজুল। ১১ উইকেট হয়ে গেল।তাছাড়া সাদা পোষাকের ক্রিকেটে প্রথমবারের মতো কোনো ম্যাচে ১০ উইকেট পেলেন তিঁনি। বাংলাদেশ দলের প্রধান কোচ স্টিভ রোডস মনে করেন এই পারফর্মেন্স দিয়ে একজন আন্তর্জাতিক মানের বোলার হিসেবে আত্মপ্রকাশ করেছেন তাইজুল।

তিনি আরও বলেন যে পিচে খুব বেশি টার্ন ছিল না এবং অনেক চেষ্টা করতে হয়েছে সেই পিচেই ১১ উইকেট শিকার করেছে তাইজুল। এর জন্য অবশ্যই তাঁকে অভিনন্দন জানাতে হয়। সে নিঃসন্দেহে একজন আন্তর্জাতিক মানের বোলার হিসেবে আত্মপ্রকাশ করছে।

তাছাড়া কোচের এমন মন্তব্যের কারণও আছে। কারণ সিলেট টেস্টে বাংলাদেশের চতুর্থ বোলার হিসেবে ১০ বা ততোধিক উইকেট শিকারের রেকর্ড করেছেন তাইজুল। এই কীর্তি দুইবার করে আছে টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানের।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ