ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১

দুইদিন কেন বিয়ে করছেন দীপিকা-রনবীর জেনে নিন আসল কারন

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ০৬ ০৯:৩৭:৪৭
দুইদিন কেন বিয়ে করছেন দীপিকা-রনবীর জেনে নিন আসল কারন

বিয়ের আমন্ত্রণপত্রের প্রতিলিপি প্রকাশ্যে আসতেই নেটিজেনরা ট্রোল করা শুরু করেছিলেন দীপিকা-রণবীরকে। কার্ডের বয়ানে ইংরেজিতে লেখা ছিল, ‘‘আমরা ১৪ ও ১৫ নভেম্বর বিয়ে করতে চলেছি’’। নেটিজেনরা প্রশ্ন তুলেছিলেন, দু’দিন ধরে কি বিয়ে চলবে? নাকি, দু’বার বিয়ে করবেন তাঁরা? এত দিনে উত্তর পাওয়া গেল।

গত শুক্রবার রণবীরের বাড়িতে প্রথামাফিক নান্দীপুজো হয়েছে। ভাইরাল হয়েছে, রণবীরের গায়ে হলুদের ছবি। গাঁদার মালায় সাজানো বেঙ্গালুরুর বাড়ির ছবিতে দেখা যাচ্ছে, সাদা কুর্তা পরে প্রিয় বন্ধু তথা কাস্টিং ডিরেক্টর শানু শর্মার সঙ্গে রণবীর পোজ দিচ্ছেন, কখনও বা মায়ের সঙ্গে সেলফি তুলছেন।

এখান থেকেই উঠে এল খবর। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, কার্ডে কোনও ভুল নেই। আসলেই দু’দিন বিয়ে করছেন দীপ-বীর। দীপিকা কর্ণাটকের সারস্বত ব্রাহ্মণ পরিবারের মেয়ে। পারিবারিক রীতি অনুযায়ী কোঙ্কনী মতে দীপিকা-রণবীরের বিয়ে হবে ১৪ নভেম্বর। অন্য দিকে ১৫ নভেম্বর রণবীরের পরিবারের প্রথা অনুযায়ী অর্থাৎ সিন্ধ্রি মতে বিবাহ সম্পন্ন হবে দীপিকা-রণবীরের।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে