ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১

শাহরুখের সম্পত্তির পরিমাণের তথ্য দিয়ে চমকে দিলেন আমির

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ০৬ ০৯:২৯:৩৫
শাহরুখের সম্পত্তির পরিমাণের তথ্য দিয়ে চমকে দিলেন আমির

শাহরুখ-আমির প্রতিযোগিতা প্রসঙ্গে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের কাছে আমির বলেন, ‘‘আমি ওঁকে একজন তারকা হিসেবে দেখি। আমি তারকা নই। শাহরুখ সুপুরুষ, চার্মিং ও সুন্দর পোশাক পরেন। আমি ওঁর বাড়ি গিয়েছিলাম। ওয়ার্ডরোব দেখেছিলাম ওঁর। আমার গোটা বাড়িটার সমান ওঁর ওয়ার্ডরোব।’’

আমির-সলমন-শাহরুখের প্রতিদ্বন্দ্বিতা বলিউডের নতুন খবর নয়। কিন্তু আমির জানান, তিনি কখনও শাহরুখ ও সলমনকে নিজের প্রতিযোগী ভাবেন না। এমনকী, রাকেশ শর্মার বায়োপিকে অভিনয় করার জন্য শাহরুখকে নেওয়ার পরামর্শ আমিরই দিয়েছিলেন। এই বিষয়ে আমির বলেন, ‘‘আমি স্ক্রিপ্টটা (রাকেশ শর্মার বায়োপিক) শুনেছিলাম। আমার ভাল লেগেছিল। এটা সত্যি যে আমি তার পরে শাহরুখকে ফোন করে বলেছিলাম ওর স্ক্রিপ্টটা দেখা উচিত। ওঁরও ভাল লেগেছে জেনে আমি খুশি হয়েছি।’’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে