ঢাকা, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১

টি টোয়েন্টি নিরাশ করবে দর্শকদের জেনে নিন আসল কারণ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ০৬ ০৯:২০:৫৫
টি টোয়েন্টি নিরাশ করবে দর্শকদের জেনে নিন আসল কারণ

ইডেনে ক্যারিবিয়ানরা ব্যাট হাতে সেভাবে প্রতিরোধ গড়ে তুলতে পারেননি। ব্যাট করতে নেমে খুব সহজেই প্রথম টি টোয়েন্টি ম্যাচ জিতে নেয় ভারত। উল্লেখ্য, ক্যারিবিয়ানরা ইডেনে তুলেছিল ১০৯ রান। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচেও খুব বেশি রান হবে না।

টি টোয়েন্টি ক্রিকেট মানে তো রানের বন্যা। কিন্তু লখনউয়ে উল্টো ছবি দেখা যাবে। লখনউয়ের পিচ প্রস্তুতকারক জানিয়ে দিয়েছেন, রান কম হবে এখানে। কত রান হতে পারে? ২৪ বছর পরে লখনউয়ে হতে চলেছে ব্যাট ও বলের দ্বৈরথ। পিচ কিউরেটর জানিয়ে দিয়েছেন, প্রথমে ব্যাট করে কোনও দল যদি ১৩০ রান তুলতে পারে, তাহলেই সেই দল জেতার আশা করতে পারে। অর্থাৎ লখনউয়ের বাইশ গজে ১৩০-ই জেতার মতো রান।

ওয়েস্ট ইন্ডিজ মানে অদ্ভুত এক নস্টালজিয়া। তখনও টি টোয়েন্টি ক্রিকেটের জন্মই হয়নি ক্রিকেটবিশ্বে। স্যর ভিভিয়ান রিচার্ডস যে কোনও ফরম্যাটের ক্রিকেটে বোলারদের রাতের দুঃস্বপ্ন হয়ে ধরা দিতেন। পরবর্তীকালে ক্রিস গেইল ‘দৈত্য’ হয়ে অবতীর্ণ হয়েছিলেন ক্রিকেটবিশ্বে। এই ওয়েস্ট ইন্ডিজ তো অতীতের ছায়া। পিচ কিউরেটরের কথা যদি সত্যি সত্যি ফলে যায়, তাহলে দ্বিতীয় টি টোয়েন্টিতে পাহাড়প্রমাণ রান হবে না। দর্শকরাও চার-ছক্কার বন্যা দেখা থেকে বঞ্চিত হবেন।

কিউরেটর জানিয়েছেন, ওড়িশা থেকে মাটি এনে তা ব্যবহার করা হয়েছে বাইশ গজে। এই মাটি পিচকে মন্থর করে দেয়। ফলে বড় স্কোর নেওয়া রীতিমতো কঠিন কাজ হয়ে দাঁড়ায় ব্যাটসম্যানদের কাছে। দীর্ঘ দু’ যুগ বাদে ক্রিকেট ফিরছে লখনউয়ে। সেখানকার দর্শকরাই হতাশ হবেন। বল গড়ানোর আগে দর্শকরা জেনে গিয়েছেন, এই ম্যাচে বারুদ নেই। ফলে বিস্ফোরণও হবে না।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ