ঢাকা, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১

আজ দল নিয়ে যে কারণে আশাবাদী জিম্বাবুয়ে কোচ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ০৬ ০৮:৪৭:১৪
আজ দল নিয়ে যে কারণে আশাবাদী জিম্বাবুয়ে কোচ

বাংলাদেশ দলের দরকার আরো ২৯৫ রান। আর এই রান নিয়ে আশাবাদী জিম্বাবুয়ে কোচও। এই ব্যাপারে তিনি বলেন ,’ ‘আসলে রান তাড়া করে জেতাটা সব সময়ই কঠিন। বিশেষ করে চতুর্থ দিনে। আজ বিকেলেই আমাদের বোলিংটা বেশ আশা জাগানিয়া হচ্ছিল।

আগামীকাল সকালে আমরা ভালো বল করতে চেষ্টা করব এবং ক্যাচগুলো ধরতে চেষ্টা করব। আপনারা জানেন যে ক্যাচ ম্যাচ জেতাতে সহায়তা করে। আগামীকাল ব্যাটের চারদিকে বেশ ক্যাচ উঠবে। আশা করছি মঙ্গলবার ভালো বোলিং ও ফিল্ডিং সেশন হবে আমাদের।’

পাঁচদিনের সিলেট টেস্ট এখনো শেষ হয়নি। অভাবনীয় কোন ব্যাটিং করে জিতেও যেতে পারে বাংলাদেশ। প্রথম ইনিংসের মতো সিলেট টেস্টের তৃতীয় দিনে দ্বিতীয় ও ফাইনাল ইনিংসে আর কোনো ব্যাটিং বিপর্যয় হয়নি বাংলাদেশের। এদিন ব্যাটিংই করেছে দশ ওভারের মতো। আর এর জন্য আবংলাদ্বেশ দলেরসম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ