ঢাকা, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১

বাংলাদেশ দলের জেতা সেরা টেস্টগুলো

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ০৬ ০৮:৩৯:৪৬
বাংলাদেশ দলের জেতা সেরা টেস্টগুলো

সেন্ট জর্জেস টেস্ট (২০০৯ সাল) : মাশরাফি বিন মর্তুজার ইনজুরির কারণে সে ম্যাচের মধ্য দিয়ে প্রথমবারের মতো টেস্ট দলের অধিনায়কত্ব পান সাকিব আল হাসান। টসে জিতে তিনি সিদ্ধান্ত নেন আগে বোলিং করার। তখনই বুঝা গিয়েছিল জিততে হলে চতুর্থ ইনিংসে রান তাড়া করতে হবে বাংলাদেশকে। এনামুল হক জুনিয়র, সাকিব আল হাসান এবং মাহমুদউল্লাহ রিয়াদ ৩টি করে উইকেট নিলে নিজেদের প্রথম ইনিংসে ২৩৭ রানে অলআউট হয় স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ।

মিরপুর টেস্ট (২০১৪ সাল) : সীমিত ওভারের ক্রিকেটের অধিনায়কত্ব হারানোর পরে মুশফিকুর রহিমের অধীনে বাংলাদেশ দলের প্রথম টেস্ট। ম্যাচে টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে। সাকিব আল হাসান ৬ উইকেট নিলে তারা গুটিয়ে যায় ২৪০ রানে। মিরপুরের স্পিনিং উইকেটে বাংলাদেশ দলের প্রথম ইনিংসও শেষ হয়ে যায় ২৫৪ রানেই। দলের পক্ষে হাফসেঞ্চুরি করে মুমিনুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিম।

তবে আগামীকালকের ম্যাচ জিততে হলে ইতিহাস গড়েই হিততে হবে বাংলাদেশ দল। এখন দেখার বিষয় বাংলাদেশ দল কি সেটা পারবে?

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ