ঢাকা, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১

দুটি অপশন, কোনটা বেছে নেবে টাইগাররা

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ০৬ ০৮:২২:২৯
দুটি অপশন, কোনটা বেছে নেবে টাইগাররা

কারণ জিততে হলে বাংলাদেশকে করতে হবে ৩২১ রান। যা ১৪১ বছরের টেস্ট ইতিহাসে ঘটেছে মাত্র ২০ বার! আর ড্র করতে হলে খেলতে হবে আরও দুই দিন। কোনটা বেছে নেবে টাইগাররা?

তাছাড়া যে কোনো দলের জন্যই চতুর্থ ইনিংসে ব্যাট করা ভীষণ কঠিন হয়ে দাঁড়ায়। শরীর আর উইকেট দুটোই ব্যাটসম্যানদের চরম পরীক্ষা নেয়। ক্লান্তি চেপে বসে শরীরে। সেই সঙ্গে আছে জয়ের জন্য টার্গেট চেজ করার মানসিক চাপ।

এদিকে প্রতিপক্ষ বেশিরভাগ ক্ষেত্রে জয় এবং ড্র দুটির সম্ভাবনা রেখেই নিজেদের ইনিংস শেষ করে। টেস্ট ক্রিকেটের ২ হাজার ৩২৩ তম ম্যাচে জিম্বাবুয়ে বাংলাদেশকে দিয়েছে ৩২১ রানের লক্ষ্য। দেড়শ বছরে ৩২১ কিংবা এর বেশি রান তাড়া করে জেতার নজির আছে ২০টি। উপমহাদেশে এর সংখ্যা মাত্র ৫টি!

এদিকে ব্যাটিংয়ে নেমে উইকেট ধরে খেলে যাচ্ছেন দুই ওপেনার লিটন দাস ও ইমরুল কায়েস। কিন্তু আলো স্বল্পতার কারণে ১০.১ ওভার খেলার পর খেলা এখন বন্ধ আছে। লিটন দাস ১৪ ও ইমরুল কায়েস ১২ রানে অপরাজিত আছেন। আগামীকাল শুরু হবে বাংলাদেশের চতুর্থ দিনের খেলা।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ