ঢাকা, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১

ম্যাচশেষে যা বললেন বাংলাদেশ দলের কোচ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ০৫ ১৯:০৫:৫৬
ম্যাচশেষে যা বললেন বাংলাদেশ দলের কোচ

রোডস বলেন আমরা টেস্টের পাঁচ সেশন জিতে ম্যাচ জেতার জন্য এসেছি। প্রথম সেশন অনেকটাই ড্র ছিল আমি বলব। আমরা পরের সেশনও জিতেছি। সুতরাং আমরা সঠিক পথেই আছি। আমরা আগামীকালের সেশন গুলোও জেতার চেষ্টা করব।

তিনি আরও বলেন ভাল দিক হচ্ছে, উইকেটটি এখনও র‍্যাঙ্ক টার্নারের মত আচরণ করছে না। সব বল টার্ন করছে না। মাঝে মধ্যে কিছু বল টার্ন করছে, যতক্ষণ পর্যন্ত আপনি বশি দুশ্চিন্তা না করছেন, ততক্ষণ পর্যন্ত খুব বেশি সমস্যা হওয়ার কথা না। যেই বল আপনাকে আউট করবে সেটা আউট করবেই। কিন্তু এই উইকেটে আপনি খেলতেই পারেন স্পিনের বিপক্ষে।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ