ঢাকা, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১

তাইজুলের চতুর্থ আঘাত দেখে নিন সর্বশেষ স্কোর

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ০৫ ১৩:৪৮:২১
তাইজুলের চতুর্থ আঘাত দেখে নিন সর্বশেষ স্কোর

তার টানা আঘাতে ফিরে যান সেন উইলিয়ামস, পিটার মুর ও সিকান্দার রাজা। এর আগে দিনের শুরুতে আরও একটি উইকেট পেয়েছিলেন তাইজুল।

সব মিলিয়ে এখন জিম্বাবুয়ের সংগ্রহ ৬ উইকেটে ১৩০ রান। প্রথম ইনিংসের রান সহ তাদের লিড দাড়িয়েছে ২৬৯ রানের।

জিম্বাবুয়ের প্রথম ইনিংসঃ ২৮২ অলআউট, ১১৭.৩ ওভার, মুর- ৬৩*, উইলিয়ামস ৮৮ ; তাইজুল ইসলাম ৬/১০৮

বাংলাদেশের প্রথম ইনিংসঃ ১৪১/৮, ৪৮ ওভার, আরিফুল ৩৯*, অপু ৮*; চাতারা ৩/৯, জার্ভিস ২/২৮

শেষ খবর পাওয়া পর্যন্ত জিম্বাবুয়ের দ্বিতীয় ইনিংসে সংগ্রহ ১২৪/৫ ,৪১ ওভার শেষে। এদিকে রাজা ২০ চাকাবা ০ রানে ব্যাটিং করে যাচ্ছে। বাংলাদেশের হয়ে মেহেদি মিরাজ ২ টি ও তাইজুল ৩ টি করে উইকেট নেন।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ