ঢাকা, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১

আবারো হারলো তাসকিনের দল

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ০৫ ১২:৫৭:১৬
আবারো হারলো তাসকিনের দল

পরবর্তি গুরুত্বপূর্ণ ম্যাচগুলো ও একটানা সূচির জন্য প্রথদিকে তাকে বিশ্রামে রাখা হয়েছিল।কিন্তু তিনি তাসকিনের উপস্থিত থাকা বা না থকায় তার দল কান্দাহারের ভাগ্যে কোনো পরিবর্তন আসেনি।বৃহস্পতিবার রাতে প্রথমে ব্যাট করতে নামা কাবুলের করা ১৭৩ রানের জবাবে নির্ধারিত বিশ ওভার ব্যাটিং করে কান্দাহার ৭ উইকেট হারিয়ে ১৭১ রান করে ।ফলে ২ রানের জন্য হারে তাসকিনের দল কান্দাহার

টসে হেরে ব্যাট করতে নেমে কাবুলের পক্ষে ইভানস মাত্র ২৯ বলে ২ চার ও ৫ ছক্কায় করেন অপরাজিত ৫৭ রান,জাভেদ করেন ২১ বলে ৩৯ ও শহীদুল্লাহর ব্যাট থেকে আসে ২১ বলে ৩৩ রান।কাবুল ৬ উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভারে সংগ্রহ করে ১৭৩ রান।

কাবুলের ১৭৩ রনের জবাবে ব্যাটকরতে নেমে অধিনায়ক আসগর আফগান, নাসির জামাল ও রিকি ওয়েসেলসের ব্যাটে ভালোই এগুচ্ছিলো কান্দাহার। কিন্তু শেষপর্যন্ত ম্যাচ জিততে পারেনি তারা। আসগর মাত্র ৩২ বলে ৫২ রানের ইনিংস খেলন যেখানে ৪টি চার ও ৪টি ছক্কার সর্ট ছিল। কিন্তু শেষ মেষ ২ রানে হারতে হয় কান্দাহারের

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ