ঢাকা, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১

নতুন কীর্তি গড়ে কোহলিকেও হটিয়ে দিলেন বাবর

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ০৫ ০০:৪৭:২১
নতুন কীর্তি গড়ে কোহলিকেও হটিয়ে দিলেন বাবর

দুর্দান্ত ফর্মে থাকা বাবর আজম কিউইদের বিপক্ষে তিন ম্যাচ টি-২০ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচের আগে খেলেছেন ২৫টি ইনিংস, ২৫ ম্যাচে। তাতে তার সংগৃহীত রান ছিল ৯৫২। রানের সংখ্যা হাজারে নিয়ে যেতে প্রয়োজন ছিল আরও ৪৮ রান।

ক্রিকেটের সংক্ষিপ্ততম এই ফরম্যাটে দ্রুততম এক হাজার রানের মালিক এতদিন ছিলেন কোহলি। ভারতীয় অধিনায়ক ২৭টি ইনিংস খেলে ছুঁয়েছিলেন হাজার রানের মাইলফলক। কোহলিকে পেছনে ফেলতে এই ম্যাচেই শেষ সুযোগ ছিল বাবরের। সেই সুযোগটি বেশ ভালো করেই কাজে লাগিয়েছেন পাকিস্তানের ডানহাতি ওপেনার। সাতটি চার ও দুটি ছক্কায় ৫৮ বলে ৭৯ রানের দুর্দান্ত ইনিংস খেলার পথে তিনি বনে যান টি-২০ ক্রিকেটের নতুন দ্রুততম হাজার রান সংগ্রাহক।

বাবরের ২৬ ও কোহলির ২৭ ইনিংসে এক হাজার রানের মাইলফলক ছোঁয়ার ঘটনা স্মরণ করিয়ে দিচ্ছে অ্যারন ফিঞ্চ, কেভিন পিটারসেন ও অ্যালেক্স হেলসকেও। দ্রুততম এক হাজার রান সংগ্রাহকের তালিকায় এই তিন ব্যাটসম্যান রয়েছেন যথাক্রমে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে। এর মধ্যে ফিঞ্চ ২৯ ইনিংসে এবং পিটারসেন ও হেলস ৩২ ইনিংসে মাইলফলক স্পর্শ করেছিলেন। এছাড়াও তালিকায় শীর্ষ দশে থাকা আরও পাঁচ ক্রিকেটার হলেন- ফ্যাফ ডু প্লেসিস, ক্রিস গেইল, কেন উইলিয়ামসন, কুশাল পেরেরা ও ব্রেন্ডন ম্যাককালাম। যথাক্রমে ৩২, ৩৪, ৩৪, ৩৪ ও ৩৫ ইনিংসে তারা ছুঁয়েছিলেন এক হাজার রান।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ