ঢাকা, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১

টি-টোয়েন্টিতে উইন্ডিজকে হারিয়ে দারুণ শুরু ভারতের 

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ০৪ ২২:৫০:৩৭
টি-টোয়েন্টিতে উইন্ডিজকে হারিয়ে দারুণ শুরু ভারতের 

কলকাতার ইডেন গার্ডেন্সে কুলদীপ যাদব ও ক্রুনাল পান্ডিয়ার স্পিনে ৮ উইকেটে কেবল ১০৯ রান করে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ১৭.৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ১১০ রান করে ভারত।

শাই হোপের ব্যাটে প্রথম দুই ওভারে ১৬ রান করে দারুণ শুরুর ইঙ্গিত দেয় উইন্ডিজ। কিন্তু তৃতীয় ওভারে কুলদীপের ব্রেকথ্রু তাদের বিপদ ডেকে আনে। টানা তিন ওভারে ২৮ রানের মধ্যে ৩ ব্যাটসম্যানকে হারায় তারা।

এই ধাক্কা কাটিয়ে উঠতে পারেনি সফরকারীরা। কুলদীপ একপ্রান্তে উইকেট উদযাপন করেছেন, আর নিয়ন্ত্রিত বোলিং করে গেছেন ক্রুনাল।

ইনিংসের শেষ দিকে দলকে উদ্ধার করেন নবাগত ফ্যাবিয়ান অ্যালেন। উইন্ডিজকে একশর ঘরে নিয়ে যেতে অবদান রাখে তার ৪টি বাউন্ডারিতে সাজানো ইনিংস সেরা ২৭ রান।

৮৭ রানে ওয়েস্ট ইন্ডিজ হারায় ৮ উইকেট। তারপর কিমো পল ও খারি পিয়েরের ২২ রানের অবিচ্ছিন্ন জুটিতে থামে তারা। কিমো ১৫ ও পিয়েরে ৯ রানে অপরাজিত ছিলেন।

নিজের প্রথম আন্তর্জাতিক ম্যাচে ৪ ওভারে ১৫ রান দিয়ে ১ উইকেট নেন ক্রুনাল। ভারতের পক্ষে সেরা বোলিং করেছেন কুলদীপ, ৩ উইকেট নেন মাত্র ১৩ রান খরচ করে।

মাত্র ১১০ রানের লক্ষ্য দিয়েও লড়াই করেছে ওয়েস্ট ইন্ডিজ। ওশানে থোমাস ও অধিনায়ক কার্লোস ব্র্যাথওয়েট তাদের টানা দুই ওভারে দুটি করে উইকেট নেন। তাতে ৪৫ রানে ৪ উইকেট হারায় ভারত।

তবে ভারতের সব আশঙ্কা দূর হয়ে যায় দিনেশ কার্তিক ও মনীষ পান্ডের জুটিতে। দুজনের ৩৮ রানের জুটিতে জয়ের পথে ফেরে স্বাগতিকরা। ১৯ রানে মনীষকে ফিরতি ক্যাচ নিয়ে এই জুটি ভাঙেন পিয়েরে।

৩৪ বলে ৩১ রানে অপরাজিত ছিলেন কার্তিক। আর ক্রুনাল অপরাজিত ছিলেন ৯ বলে ২১ রান করে।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ