ঢাকা, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১

নেইমারই পারবে মেসির কাছাকাছি আসতে 

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ০৪ ২২:২৯:১৭
নেইমারই পারবে মেসির কাছাকাছি আসতে 

তবে বার্সালোনা লিজেন্ড জাভি মনে করেন, মেসির পর্যায়ে যদি কেউ পৌছতে পারে তাহলে সে হল নেইমার। ১৯ বছর বয়সী এমবাপ্পে ২০১৮ সালটা দারুন ভাবে উপভোগ করছে। বিশ্বকাপ জিতেছে এই বছরই। গোলের পর গোল করেই যাচ্ছে সে। তবে নেইমারের সাথে ড্রেসিং রুম শেয়ার করা জাভি বলেন, নেইমারই পারবে মেসির কাছাকাছি আসতে।

একই সাথে এমবাপ্পের আরও শেখার আছে। জাভি বলেন, “শারীরিক ভাবে এমবাপ্পে দুর্দান্ত একজন খেলোয়ার। এটা অবিশ্বাস্য যে এই্ বয়সেই সে ম্যাচে পার্থক্য গড়ে দিচ্ছে। তবে এখনো তার ফুটবলে পুরোপুরি পরিপক্কতা আসেনি। কিন্তু সে ভালোদের একজন। সে শক্তিশালী। কিন্তু এটা সব সময় এলিট ফুটবলে কাজ করে না। তার আরও শিখতে হবে।”

“নেইমার এমন একজন খেলোয়ার যাকে আমি দেখেছি। যদি সে তার ফর্মের ধারাবাহিকতা ধরে রাখতে পারে তাহলে সে মেসির পর্যায়ে পৌছতে পারবে।”

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ