ঢাকা, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১

সাড়ে তিন বছর পর পাঁচ উইকেট পাওয়ার অনুভূতি কেমন, যা বললেন তাইজুল 

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ০৪ ২০:৩১:৫৩
সাড়ে তিন বছর পর পাঁচ উইকেট পাওয়ার অনুভূতি কেমন, যা বললেন তাইজুল 

কিন্তু রোববার সকালে দলের নায়ক হলেও দিন শেষে তাইজুলের মুখে হাসি নেই। দল যে নিজেদের প্রথম ইনিংসে গুটিয়ে গেছে মাত্র ১৪৩ রানে। তাইজুরের কৃতিত্বও তাই ঢাকা পড়ে যাচ্ছে।

তাইজুল নিজেও পূর্ণ তৃপ্তিতে উপলক্ষটাকে উদযাপন করতে পারছেন না, ‘সাড়ে তিন বছর পর পাঁচ উইকেট পাওয়ার অনুভূতি তো অবশ্যই ভালো। পাঁচ উইকেট-ছয় উইকেট সবসময় আসে না। অবশ্যই ভালো লাগছে। কিন্তু আমি দলের দৃষ্টিকোণ থেকে দেখতে চাইব। দল ভালো করলে ভালো লাগবে।’

তাইজুল যেন একটা আশার কথাও বলছেন। প্রথম ইনিংসে ১৩৯ রানের লিড পাওয়া জিম্বাবুয়ে এদিন শেষ বিকেলে দ্বিতীয় ইনিংস শুরু করে। কোনো উইকেট না হারিয়ে ১ রান করে দিন শেষ করেছে তারা। অর্থাৎ স্কোর বোর্ডে ইতিমধ্যে ১৪০ রানের লিড জমা পড়েছে। তাইজুল বলতে চাইলেন এমন অবস্থায় দাঁড়িয়েও দল ঘুড়ে দাঁড়ালে তার ভালো লাগবে।

আগের দিনের ৫ উইকেটে ২৩৬ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল জিম্বাবুয়ে। আগের দিন তাইজুল নিয়েছিলেন ২ উইকেট। এদিন নেন আরো ৪ উইকেট। আগের দিনের সঙ্গে জিম্বাবুয়ে মাত্র ৪৭ রান যোগ করতে পারে।

তাইজুল জানালেন তার সাফল্যের রহস্যের কথা, ‘উইকেট ফ্ল্যাট হলে ডিসিপ্লিনড বোলিং করতে হয়। অফ স্টাম্পের বাইরে বেশি জায়গা না দিয়ে বোলিং করতে হয়। আমি সেটাই করার চেষ্টা করেছি।’

প্রথম ইনিংসে যেমনটা করেছেন, দ্বিতীয় ইনিংসেও তেমনভাবে জ্বলে উঠতে হবে তাইজুলকে। জিম্বাবুয়ের লিড যে বড় হতে দেওয়া যাবে না কিছুতেই।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ