ঢাকা, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১

পুলিশ বলেছিল, জানালার কাচ ভাঙলে তোমাকে জেলে নেয়া হবে: রোহিত 

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ০৪ ২০:১১:৩৫
পুলিশ বলেছিল, জানালার কাচ ভাঙলে তোমাকে জেলে নেয়া হবে: রোহিত 

শুধু সেঞ্চুরি করাই নয়, বড় বড় ছক্কা হাঁকাতেও দক্ষ রোহিত। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে মুম্বইায়ে বড় ছক্কা হাঁকিয়ে রেকর্ডও গড়েছেন। এরকম বড় বড় ছক্কা হাঁকানো তার ছেলেবেলার অভ্যাস। ছক্কা হাঁকাতে গিয়ে ছোটবেলায় পুলিশের বকুনিও খেতে হয়েছে ভারতীয় এই তারকা ক্রিকেটারকে।

একটি বেসরকারি চ্যানেলের অনুষ্ঠানে উপস্থিত হয়ে ক্যারিয়ারের মজার সব গল্প শুনাতে গিয়ে রোহিত বলেন, ‘একবার তো পুলিশ এসে আমাকে বকাবকি করেছিল। পুলিশ বলেছিল, আর একদিন যদি তুমি জানালার কাচ ভাঙো, তাহলে তোমাকে জেলে নেয়া হবে। ’

ধমক খেলেও পুলিশের ভয়ে ছক্কা হাঁকানোর অভ্যাস ছেড়ে দেননি রোহিত। আন্তর্জাতিক ক্রিকেটে ছক্কার হাঁকানোর নানা রেকর্ড নিজের ঝুলিতে রেখেছেন ভারতীয় এ তারকা ক্রিকেটার। ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানো ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষ ছয়ে রয়েছেন তিনি। ১৮৭ ম্যাচে ২০২টি ছক্কা মেরেছেন রোহিত। ৩৯৮ ম্যাচে ৩৫১টি ছক্কা হাঁকিয়ে শীর্ষে রয়েছেন পাকিস্তানের তারকা ক্রিকেটার শহীদ আফ্রিদি।

ওয়ানডে ক্রিকেট ডাবল সেঞ্চুরি

একটা সময়ে ওয়ানডে ক্রিকেট ডাবল সেঞ্চুরি ছিল সোনার হরিণ। অধরা থেকে যাওয়া একদিনের ক্রিকেটে ডাবল সেঞ্চুরি না পাওয়ার সেই আক্ষেপ ঘুচান শচীন টেন্ডুলকার। তার দেখাদেখি ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি করেন ভারতীয় ওপেনার বীরেন্দ্রর শেবাগ।

শচীন এবং শেবাগ পরবর্তী সময়ে ওয়ানডে ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করা সহজ সাধ্য করে দিয়েছেন রোহিত শর্মা। ৫০ ওভারের ক্রিকেটে ৮টি ডাবল সেঞ্চুরি আছে। তার মধ্যে একাই তিনটি ডাবল সেঞ্চুরি করেছেন ভারতীয় ওপেনার রোহিত শর্মা। শুধু তাই নয়, ওয়ানডে ক্রিকেটে ব্যক্তিগত সর্বোচ্চ (২৬৪) ইনিংসের মালিকও তিনি।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ