ঢাকা, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১

বাংলাদেশকে আবারও কি 'অর্ডিনারি দল' বললেন শেবাগ 

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ০৪ ১৯:৪০:৪৮
বাংলাদেশকে আবারও কি 'অর্ডিনারি দল' বললেন শেবাগ 

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টে মাত্র ১৪৩ রানে অল-আউট হয়ে গেছে বাংলাদেশ। খেলতে পারেনি দুই সেশনও! নামী-দামি সব ব্যাটসম্যানের ব্যর্থতার ভিড়ে সর্বোচ্চ ৪১ রানের অপরাজিত ইনিংস খেলেছেন অভিষিক্ত আরিফুল হক। এই ম্যাচ চলাকালীন সময়ে ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফোর ধারাবিবরণীতে বীরেন্দ্র শেবাগের নামে দেখা যায় একটি মন্তব্য।

শেবাগ লিখেছেন, 'আমি এখনও বাংলাদেশকে অর্ডিনারি দল বলব। হয়তো তারা যে কোনো স্থানেই জিততে পারে; কিন্তু এই জয়ের জন্য অনেকগুলো বিষয় তাদের পক্ষে থাকতে হয়। যেমন : টস, প্রতিপক্ষের কোয়ালিটি, ভেন্যু, পিচ ইত্যাদি। আমার মতে এখনও এটা একটি অর্ডিনারি (সাধারণ মানের) দল।'

এর আগে ২০১০ সালে বাংলাদেশ সফরের আগে প্রকাশ্য সংবাদ সম্মেলনে টাইগারদের 'অর্ডিনারি দল' বলেছিলেন শেবাগ। তিনি বলেছিলেন, 'বাংলাদেশ একটি অর্ডিনারি দল, কারা তারা ভারতের ২০ উইকেট নেওয়ার সামর্থ্য রাখে না। তারা ওয়ানডেতে চমক দেখাতে পারে, কিন্তু সাদা পোশাকে কখনই নয়

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ