ঢাকা, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১

ইডেনে ঝড় তোলার জন্য প্রস্তুত রোহিত

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ০৪ ১৫:১৬:০৫
ইডেনে ঝড় তোলার জন্য প্রস্তুত রোহিত

টেস্টে যেমন এই মাঠে রোহিত দুই ম্যাচে ৮৭ গড়ে করেছেন ২৬১ রান। সর্বাধিক ১৭৭। যা এসেছিল অভিষেক টেস্টে। ওয়ানডে ফরম্যাটে দুই ম্যাচে ১৩৫.৫০ গড়ে করেছেন ২৭১ রান। তার মধ্যে একটায় ২৬৪ রান রয়েছে। যা এখনও এই ফরম্যাটে বিশ্বরেকর্ড। একমাত্র কুড়ি ওভারের ক্রিকেটেই ইডেন রোহিতের ব্যাটে চার-ছয়ের ফুলঝুরি দেখেনি। খেলেছেন মাত্র একটিই ম্যাচ। রান পাননি, করেছেন মোটে ১০।

প্রথম শ্রেণির ক্রিকেটেও রোহিতের সাফল্য রয়েছে গঙ্গাপারের মাঠে। আইপিএলে সাফল্যও রয়েছে। সার্বিক ভাবে ইডেনে মুম্বইকরের গড় ৭৬.০৬। এখানে মোট কুড়ি ইনিংস খেলেছেন তিনি। আটবার পেরিয়ে গিয়েছেন পঞ্চাশ। এর মধ্যে চারবার করেছেন সেঞ্চুরি। এই মুহূর্তে ফর্মেও রয়েছেন রোহিত। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সদ্য-সমাপ্ত একদিনের সিরিজে দু’বার পেরিয়ে গিয়েছেন দেড়শো রান। এখন দেখার বিষয় আজ উইন্ডিজের বিপক্ষে টি-২০তে কেমন করতে পারেন তিনি।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ