ঢাকা, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১

আউট রিভিউ নিয়ে জীবন পেল লিটন

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ০৪ ১৩:৩৩:৫৫
আউট রিভিউ নিয়ে জীবন পেল লিটন

আর আজ জিতলেই সিরিজ নিশ্চিত টাইগারদের। অন্যদিকে আজ জিতে সিরিজে ফিরতে চাইবে জিম্বাবুয়ে। এদিকে দুর্দান্ত সেঞ্চুরির কারণে ওপেনিংয়ে নিশ্চিত ইমরুল ও লিটন। প্রথম ম্যাচে বাজে খেললেও এ ম্যাচে খেলবেন ফজলে মাহমুদ রাব্বি।

এছাড়া ইনজুরি কাটিয়ে উঠলেও দলের উইনিং কম্বিনেশন ঠিক রাখতে সাইডবেঞ্চেই দেখা যাবে রুবেলকে। তবে দুর্দান্ত ফিফটি হাঁকিয়ে দলে নিজের জায়গা পাকা করে ফেলেছেন সাইফউদ্দিন। তাই আজকের ম্যাচে একাদশে কোন পরিবর্তন হবেনা এটা প্রায় নিশ্চিত।

এদিকে নির্ধারিত ৫০ ওভার শেষে ২৪৬ রান করে জিম্বাবুয়ে। তাদের দেওয়া ২৪৭ রানে টার্গেটে এখন ব্যাটিং করছে বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১ ওভার শেষে ২ রানে কোন উইকেট না হাড়িয়ে ব্যাটিং করছে বাংলাদেশ। এখন ০ রান নিয়ে ইমরুল ও ২ রান নিয়ে লিটন ব্যাটিং করছে। এদিকে প্রথম ওভারের দ্বিতীয় বলে আম্পিয়ারের দেওয়া আউট রিভিউ নিয়ে জীবন পান লিটন।

আজ টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলপতি মাশরাফি বিন মর্তুজা। বাংলাদেশ সময় দুপুর ২ টা ৩০ মিনিটে শুরু হয় আজকের ম্যাচ। এই ম্যাচটি বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশে দেখানো হবে বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ। বাংলাদেশে দেখাবে জিটিভি ও বিটিভি।

বাংলাদেশের একাদশ:লিটন দাস, ইমরুল কায়েস, মোহাম্মদ মিথুন, মুশফিকুর রহীম, ফজলে রাব্বি, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ সাইফুদ্দিন , মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মোস্তাফিজুর রহমান, অপু।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ