ঢাকা, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১

কেন টেস্টে অবহেলিত বাংলাদেশের 'পেস বিভাগ'

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ০৪ ১১:৩২:৫০
কেন টেস্টে অবহেলিত বাংলাদেশের 'পেস বিভাগ'

দুই টেস্টের প্রথমটি ম্যাচটির জন্য পেস আক্রমণের জন্য রাখা হয়েছিল চারজনকে। এরা হলেন মোস্তাফিজুর রহমান, আবু জায়েদ, শফিউল ইসলাম ও অভিষিক্ত খালেদ আহমেদ। পেস আক্রমণের লিডে রাখা হয়েছিল হাসিমুখের ঘাতক মোস্তাফিজকে, অথচ শেষ টেস্ট সিরিজে সবচেয়ে ভালো পারফরমেন্স ছিল পেসার আবু জায়েদের। এদের চেয়েও অভিজ্ঞ শফিউল ইসলাম। আট বছরের অভিজ্ঞতা তার। আর একেবারে নতুন মুখ খালেদ। প্রথম শ্রেণির ক্রিকেটে ১০ উইকেট শিকার করে নজর কেড়েছেন তিনি।

কিন্তু প্রথম টেস্ট শুরুর আগের দিন সংবাদ সম্মেলনে অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ জানালেন, একাদশে তিনি শুধু একজন পেসারকেই নেয়ার কথা ভাবছেন। তার মানে, বাকি যে তিনজন পেসার আছেন, তারা এনসিএলের শেষ রাউন্ডটি খেলতে পারবেন না। ফলে ফেব্রুয়ারি মাস পর্যন্ত তাদের বসে কাটাতে হবে।

মাহমুদুল্লাহর কথার প্রতিফলনই আজ দেখা যায় প্রথম টেস্ট স্কোয়াডে। চারজন পেসারের মধ্যে শুধু একজনকেই নেয়া হয়েছে। তিনি হলেন আবু জায়েদ। বাদ পড়েছেন কাটার মাস্টার মোস্তাফিজ, শফিউল ও খালেদ।

এদিকে বৃহস্পতিবার হেড কোচ স্টিভস রোডস দেশের বাইরে টেস্টে বাংলাদেশের দূবর্লতার কথা বলেন। তিনি জানান, বাংলাদেশের ক্রিকেটাররা দেশের বাইরে পেসারদের মোকাবেলা করতে হিমশিম খায়। অথচ দেশের পেসারদের লং স্পেলে খেলতে সমস্যা হয়।

বোলিং কোচ কোর্টনি ওয়াশ এই সমস্যার সমাধানে বলেন, পেসারদের বিদেশের মাটিতে ভালো করতে হলে তাদের সেভাবে খেলার সুযোগ দিতে হবে।

ক্রিকইনফোকে তিনি বলেন, 'এটা খুবই চিন্তার বিষয় যে, চলতি বছর আমরা খুব বেশি টেস্ট খেলতে পারিনি। যদি মোস্তাফিজ বাদে সব বোলাররা সারা বছর টেস্ট খেলতেন, তাহলেও হয়ত ধারবাহিকতা রক্ষা করতে পারতেন না। কারণ দেশ ভেদে কন্ডিশন ভিন্ন। তাই আপনাকে ভালো পারফর্ম করতে হলে অনেকগুলো টেস্ট খেলতে হবে। যেমনটা আমি সব সময়ই বলি, তাদের অনেকবেশি টেস্ট খেলা উচিত।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ